X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘গা‌ন আমার কাছে অক্সিজেনের মতো’

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ২০:২৮আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২০:৩৬

রেজা করিম পেশায় সাংবাদিক হলেও গানটা মিশে আছে তার রক্তে। তাই শত ব্যস্ততার মাঝেও প্রাণের টানে গানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিল্পী-সাংবাদিক রেজা করিম। এরই মধ্যে প্রকাশিত ‘নিকোটিন’, ‘স্বপ্নে আঁকি’, ‘জল রং ভালবাসা’, ‘বিপ্লব’সহ তার বেশকিছু গান শ্রোতা মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় ঈদ উৎসবে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘পাখি’ শিরোনামে রেজা করিমের একটি বিশেষ গানের ভিডিও। হিউজ স্টুডিও’র ব্যানারে প্রকাশিত এ গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটিতে সংগীতায়োজন এবং ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
এ প্রসঙ্গে রেজা করিম বলেন, ‌‌‌‘গা‌ন আমার কাছে অক্সিজেনের মতো। পেশাগত দিক থেকে সাংবাদিক হলেও আমাকে বাঁচিয়ে রাখে গান। ভালো লাগা থেকেই গান করি। নিজের ভালো লাগার জায়গাটা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করতে বেছে বেছে কিছু গান প্রকাশ করি। শ্রোতাদের ভালোবাসা পেলে এ চেষ্টা আরও অনুপ্রাণিত হবে।’
‘পাখি’ গানটির সংগীতায়োজন প্রসঙ্গে বর্ণ চক্রবর্তী বলেন, ‘অত্যন্ত সহজ-সরল কথা ও সুরের গানটির সংগীত করতে পেরে আনন্দ পেয়েছি। লোক ধাঁচের গানটিতে ট্র্যাডিশনাল মিউজিক এর পাশাপাশি আধুনিকতার মিশ্রন ঘটিয়েছি। গানটি প্রকাশের পর শ্রোতা-সমালোচক মহল থেকে বেশ সাড়া পাচ্ছি আমরা।’
রেজা করিমের গান ‘পাখি’-


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি