X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সংগীতশিল্পী হিসেবে দেশের প্রথম সিলভার বাটন

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১২:৩৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৩:৪২

সংগীতশিল্পী হিসেবে দেশের প্রথম সিলভার বাটন দূর যুক্তরাষ্ট্রের ইউটিউব কার্যালয় থেকে সম্মানজনক ‌‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ পৌঁছে গেছে ইমরানের ঘরে! সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে যাদের চ্যানেল লাখের ঘর পেরিয়ে যায় তারা এই সম্মাননা পেয়ে থাকেন। ২২ জুলাই সেই সম্মাননা প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে হাতে পেয়েছেন তিনি।
কারণ তিনি বাংলাদেশের একমাত্র সংগীতশিল্পী, যিনি নিজস্ব ইউটিউব চ্যানলে এক লাখ সাব্সসক্রাইবারের গর্বিত মালিক হয়েছেন চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। আর সেটির আনুষ্ঠানিক সম্মাননা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে গেল পাঁচ মাস।
আবেগাপ্লুত ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আনন্দ এবং বিস্ময়ের বিষয়। কারণ মাত্র দুই বছর বয়স আমার ইউটিউব চ্যানেলটির। ২০১৫ সালের ২০ জানুয়ারি এই চ্যানেলটি বিনা উদ্দেশ্যেই খুলি। চোখের পলকে সেটি ২২ ফেব্রুয়ারি লাখ পেরিয়ে গেল! আর এখন এক লাখ ২৮ হাজার অতিক্রম করলো। এমন আন্তর্জাতিক সম্মাননা পেলে কার না ভালো লাগে।’
আরও বলেন, ‘অবাক হওয়ার মতো বিষয়, আমার চ্যানেলে মাত্র চারটি পূর্ণাঙ্গ ভিডিও। সঙ্গে দু’টি স্টুডিও ভার্সন। মানে মোট ছয়টি ভিডিও। মাত্র ছয়টি মিউজিক ভিডিও থেকে এত অল্প সময়ে এমন সাব্সক্রাইবার পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা, আমার জানা নেই। আমি সত্যি চিরকৃতজ্ঞ থাকলাম সকল শ্রোতা-দর্শকদের কাছে। সব কৃতিত্ব তাদের।’
এদিকে ইমরানের লাখ পেরুনো ইউটিউব চ্যানেলের আশেপাশে তেমন কোনও দেশীয় সংগীতশিল্পীর খোঁজ মেলেনি। তবে ইউটিউবে ৭৮ হাজারের কিছু বেশি সাব্সক্রাইবার নিয়ে ২য় অবস্থানে আছেন আসিফ আকবর। তার পরেই প্রায় ৫৩ হাজার সাব্সক্রাইবার নিয়ে ৩য় অবস্থানে আছেন তাহসান। যদিও গানের সঙ্গে তার এই সব্সক্রাইবার যোগ হয়েছে নাটক-বিজ্ঞাপন আর স্বল্পদৈর্ঘ্যের সূত্র।
এদিকে ইউটিউব নিজস্ব চ্যানেল নিয়ে বেশ তৎপর সংগীতশিল্পীদের মধ্যে কণা ৩৩, হাবিব ২৯ আর বাপ্পা মজুমদার অবস্থান করছেন ২২ হাজার সাব্সক্রাইবার নিয়ে।
অন্য শিল্পীদের প্রসঙ্গে ইমরানের আশাবাদ, ‘আমি স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি দেশের সিংহভাগ আসল সংগীতশিল্পী তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের জন্য এই অ্যাওয়ার্ড অর্জন করবেন খুব অল্প সময়ে।’
ইমরানের সর্বশেষ প্রকাশিত আলোচিত ভিডিও:

/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!