X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘সিলভার প্লে বাটন’ পেলো সাউন্ডটেক

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৩১

 সিলভার প্লে বাটন হাতে সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল (ডানে) ও তানভীর মাহমুদ অপু। ছবি- সংগৃহীতদেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক নতুন মাইলফলক পার করল। ইউটিউবের অন্যতম চ্যানেলের স্বীকৃতি হিসেবে তারা পেয়েছে ‘সিলভার প্লে বাটন’। এখন ২ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন এ চ্যানেলে


গত এপ্রিলে তারা ‘১ লাখ সাবস্ক্রাইবার’ অতিক্রম করে সাইন্ডটেক। মূলত ১ লাখ সাবস্ক্রাইবার হলে ইউটিউব কর্তৃপক্ষ ‌সিলভার প্লে বাটনের জন্য মনোনীত করে।
এদিকে, বিষয়টি নিয়ে বেশ আন্দন্দিত এ অডিও প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘সাউন্ডটেকের এ প্রাপ্তিতে আমরা কৃতজ্ঞতা জানাই এর সব শ্রোতাদের, যারা আমাদের সঙ্গে আছেন। সবাইকে নিয়েই আমরা আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে চাই।’
৩০ বছরের বেশি সময় ধরে অডিও বাজারে সুনামের সঙ্গে কাজ করছে সাউন্ডটেক। ২০১২ সালের দিকে হঠাৎ করেই প্রযোজনা প্রায় বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর ২০১৫ সাল থেকে আবারও নতুনভাবে প্রকাশনায় আসে তারা।
প্রতিষ্ঠানটি ইউটিউবকে গুরুত্ব দিয়ে নিয়মিত মিউজিক ভিডিও, লিরিক ভিডিও, অ্যালবাম ও মিক্সড অ্যালবাম প্রকাশ করেছে। পুরনো ১৫০০ অ্যালবামের ডিজিটাল প্রকাশনাও করে তারা। এরমধ্যে আছে ৭ শতাধিক মিউজিক ও লিরিক ভিডিও।

/এম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!