X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:১১

দেশ অথবা বিদেশে তৈরি বেশিরভাগ গোয়েন্দা সিরিজের নাটক-সিনেমা তৈরি হয় মূলত পুরনো গল্প-উপন্যাস অবলম্বনে। এবার সেই ধারার বাইরে গিয়ে মৌলিক গল্পে তৈরি হলো দেশীয় গোয়েন্দা সিরিজ। নাম ‘ডিটেকটিভ লাভলু’।
গোয়েন্দা লাভলু চরিত্রে আজাদ আবুল কালাম রহস্য কাহিনিটি পর্দায় তুলে ধরছেন অভিনেতা আজাদ আবুল কালাম। গোয়েন্দা লাভলুর চরিত্রে দেখা যাবে তাকে।
বাংলাঢোলের প্রযোজনায় ‘ডিটেকটিভ লাভলু’র কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন সাকিব রায়হান। সিরিজটি প্রসঙ্গে অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘একজন প্রাইভেট গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছি। কনটেন্ট পুরোপুরি মৌলিক। পুরনো বা প্রতিষ্ঠিত কোনও গল্পের সঙ্গে এর সাদৃশ্য পাওয়া যাবে না। সব মিলিয়ে এটি নতুন স্বাদ দেবে।’
আজাদ আবুল কালাম জানান, এ মূহুর্তে বিভিন্ন টেলিভিশনে তার চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এবার যুক্ত হচ্ছে ‘ডিটেকটিভ লাভলু’। তবে এটি টিভি চ্যানেলের জন্য নয়। তার মতে, টিভি চ্যানেলের পাশাপাশি অন্যান্য মাধ্যমে নাটক প্রচার হচ্ছে, এটি বেশ ইতিবাচক ব্যাপার এখন।
জানা যায়, শিগগিরই প্রচার শুরু হচ্ছে ‘ডিটেকটিভ লাভলু’র। এটি বাংলাঢোল এর ডিজিটাল অ্যাপস ছাড়াও একইসঙ্গে উন্মুক্ত করা হবে দেশের অন্যতম দুটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবি ও এয়ারটেল স্ক্রিনে।  
নির্মাতা সাকিব রায়হান জানান, প্রতি তিন পর্বে দেখানো হবে পৃথক গল্প। মূল চরিত্রগুলোর রদবদল ছাড়াই পর্বগুলোতে রহস্য উন্মোচন করা হবে। প্রথম গল্পটির নাম ‘সাঁতার’। এরপর থাকবে ‘জমিদার বাড়ি’, ‘অপহরণ’ প্রভৃতি।
সিরিজের একটি দৃশ্যে অ্যালেন শুভ্র ও তার বন্ধুরা সাকিব রায়হান বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সিরিয়াস মৌলিক গল্প নিয়ে এর আগে খুব কমই ডিটেকটিভ ফিকশন তৈরি হয়েছে। এই দিক দিয়ে আমাদের সিরিজটিতে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। প্রধান চরিত্রে আজাদ আবুল কালামসহ অন্যদের অভিনয় সবার কাছে উপভোগ্য মনে হবে। সব মিলিয়ে টানটান উত্তেজনার কিছু গল্প তুলে ধরেছি আমরা।’
আজাদ আবুল কালামের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, শাহরিয়ার সজীব, শামীম, শুভ আমিন, সাব্বির, অর্ণব, তানিন তানহা, সামউন কবীর প্রমুখ।

/এস/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!