X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘অন্তর জ্বালা'র জন্য ১৭টি বন্ধ প্রেক্ষাগৃহ চালু

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:১১

মালেক আফসারী। ছবি- সাজ্জাদ হোসেন ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে জায়েদ খান ও পরীমনির ছবি ‘অন্তর জ্বালা’। ইতোমধ্যে ১৭৫টি হলে এটির মুক্তি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৭টি প্রেক্ষাগৃহ এ ছবির জন্য বিশেষ। কারণ শুধু ‘অন্তর জ্বালা’ ছবির জন্যই এগুলো পর্দা মেলতে যাচ্ছে।

এমনই তথ্য দিলেন ছবির পরিচালক মালেক আফসারী। বললেন, ‘‘এই ১৭টি হল বন্ধ ছিল। এই হল মালিকরা সাধারণত ঈদের সময় চালু করে থাকেন। আমি তাদের বললাম, ‘অন্তর জ্বালা’ই তো ঈদ। এটাই ঈদের ছবি। আপনারা পর্দা খুলে দিন।’’
গতকাল (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল গ্রেস ২১-এ ছবিটি নিয়ে আয়োজিত এক প্রীতি সম্মেলনে এ কথা বলেন আফসারী। জানান, ১৩০ দিন ধরে পিরোজপুরে ছবির দৃশ্যায়ন হয়েছে। ৯০ দিন ধরে চলেছে এর সম্পাদনার কাজ। ছবিটির ব্যয় ২ কোটি টাকা। এটি প্রযোজনা করেছেন নায়ক জায়েদ খান। সংবাদ সম্মেলনে শেষে তারকারা। ছবি- সাজ্জাদ হোসেন


জায়েদ খান জানান, ছবির জন্য নিজেকে আমূল পাল্টে ফেলেছিলেন তিনি। প্রতিদিন ছাদে রোদে বসে থাকতেন চেহারায় তামাটে ভাব আনার জন্য। এমনকি একটি দৃশ্যের জন্য টানা দুই দিন না খেয়ে ছিলেন এ শিল্পী।
মালেক আফসারী, পরীমনি ও জায়েদ। ছবি- সাজ্জাদ জায়েদ বলেন, ‌‘এই প্রথম আমাকে দর্শকরা নায়ক নয়, অভিনেতা হিসেবে দেখবেন। ইতোমধ্যে আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা ভোলার নয়। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

 ‍ভিডিওটিতে দেখুন বক্তব্য:

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি