X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

একসঙ্গে উন্মুক্ত অর্ধশতাধিক অ্যালবাম

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:০১

অনুষ্ঠানের মঞ্চে বাংলালিংক ভাইব ও গান সংশ্লিষ্টরা বিশ্বের অন্যতম বাংলা গানের স্ট্রিমিং অ্যাপ বাংলালিংক ভাইব-এ ৫০টিরও বেশি নতুন অ্যালবাম প্রকাশ হয়েছে।
২৪ নভেম্বর রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর গৌরব কাক্কর, ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ ও হেড অফ ই-প্রোডাক্টস অনিক ধরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্যাক মিডিয়া বিডি লিমিটেডের সিইও সাবিরুল হক। গ্যাক মিডিয়া বিডি লিমিটেডের সঙ্গে বাংলালিংক-এর যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক ভাইব অ্যাপটি চালু করা হয়।
আকর্ষণীয় ইন্টারফেস, রেডিও ফাংশনালিটি, অফলাইন সেভিং অপশন, অ্যাডাপটিভ বিট রেট, প্লেলিস্ট তৈরি ও সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের মতো দারুণ সব ফিচারযুক্ত বাংলালিংক ভাইবে পছন্দের বিভিন্ন গান উপভোগ করতে পারেন শ্রোতারা। এই অ্যাপে নতুনভাবে সংযুক্ত হওয়া ৫০টিরও বেশি নতুন অ্যালবাম শ্রোতাদের হাবিব, বালাম, কণা, মিনার, অদিত, এলিটা, ইমরান, তপু, প্রীতম, বাপ্পা, মেহরীন, শাফিন, ন্যানসি ও তৌফিকসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীদের নতুন গান উপভোগের সুযোগ দেবে।
প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে বাংলালিংক ভাইব অ্যাপটি ডাউনলোড করা যাবে। এছাড়া www.blvibe.com ভিজিট করে বাংলালিংক ভাইবের একটি অনলাইন ভার্সন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।  
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় বাংলা গানের স্ট্রিমিং অ্যাপ বাংলালিংক ভাইবে জনপ্রিয় শিল্পীদের ৫০টিরও বেশি নতুন অ্যালবাম প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন ধরনের মিউজিক ট্র্যাকের এক বিশাল সংগ্রহ নিয়ে বাংলালিংক ভাইব ইতোমধ্যে একটি জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’
বাংলালিংক ভাইবের ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের সাথে বাংলা গান উপভোগের সুযোগ দিয়ে প্রযুক্তির মাধ্যমে দেশীয় সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রেখেছে বাংলালিংক। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা এই প্রতিষ্ঠান সংগীত শ্রোতাদের আরও উপভোগ্য অভিজ্ঞতা দিতে বাংলালিংক ভাইবে নতুন সংযোজনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!