X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মোদির নয় রূপে বিবেক!

বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ০০:০৩আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৬:৫০

নয় রূপ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ভূমিকায় পর্দায় আসছেন বিবেক ওবেরয়। আগামী ১২ এপ্রিল ‌‘পিএম নরেন্দ্র মোদি’ নামের এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে বিকেব ওবেরয়ের লুকও। 
তবে এবার ভারতের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ চমকে দিলেন ৯টি লুক একসঙ্গে প্রকাশ করে।
তিনি টুইটারে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে ৯ চেহারায় মোদিরূপে হাজির হয়েছেন বিবেক।
ছবিটিতে সাধারণ মানুষ নরেন্দ্র মোদির অসাধারণ পথচলা তুলে ধরা হবে। ধারণা করা হচ্ছে, চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদি কীভাবে খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের প্রধানমন্ত্রী হলেন, সেই অবিশ্বাস্য গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। আর সেটারই ইঙ্গিত মিললো নতুন এ পোস্টারে।
এদিকে ছবিটি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিবেক বলেন, ‘‘সত্যিই আমি ভাগ্যবান। ১৬ বছর আগে যখন ‘কোম্পানি’ চলচ্চিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করি, এ ছবিটি করতে এসে ঠিক তেমনই অনুভূতি হয়েছে আমার। মোদি পৃথিবীর অন্যতম সেরা নেতা। তাকে তুলে ধরাটা আমাদের বড় চ্যালেঞ্জ।’’
ছবিটি পরিচালনা করছেন ওমাঙ কুমার। নারী বক্সার মেরি কমের বায়োপিক ও পাকিস্তানে গৃহবন্দি থেকে মৃত্যুবরণ করা ভারতীয় চাষার জীবনের সত্যি ঘটনা নিয়ে ‘সর্বজিৎ’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন এই পরিচালক।
সূত্র:  ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’