X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নববর্ষে সালমার হ্যাটট্রিক

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৫:৪০আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৫:৫৪

সালমা/ ছবি: সংগৃহীত গত কয়েকটি বাংলা নববর্ষেই এসেছে সালমার গান। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।
বরং এবারের উৎসবে একটু বাড়তি আয়োজনেই থাকছেন তিনি। জানা গেছে, এই নববর্ষে একসঙ্গে তিনটি গান-ভিডিও প্রকাশ পাচ্ছে তার।
যদিও একটি গানও উৎসবের নয়, তিনটিই ফোক ঘরানার প্রেম-বিচ্ছেদের কথা-সুরে সাজানো। এগুলো হলো ‘দিলো না’, ‘আউলা প্রেম’ ও ‘ভুলিয়া বন্ধু’।
এরমধ্যে ‘দিলো না’ শিরোনামের গানটির রচয়িতা শাহ আলম সরকার। গানটির সুর ও করেছেন এই কালজয়ী গীতিকার। আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হিসেবে আছেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের নায়ক জুয়েল ও আশফিয়া ওহী।
গানটি ১২ এপ্রিল প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সালমা বললেন, ‘শাহ আলম সরকারকে আমি গুরুজি মানি। গুরুর গান শিষ্য গেয়েছে এটা আনন্দের। গানটার মধ্যে আলাদা একটা দরদ আছে। আমি আমার গলার সবটুকু দরদ ঢেলে দিয়েছি গানটিতে। অন্য দুটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। খুব সুন্দর মায়াময় গান দুটি। আশা করছি ভালো লাগবে দর্শক-শ্রোতাদের।’
এদিকে সালমার নতুন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে ‘আউলা প্রেম’ গানের ভিডিওটি। এর সুর-সংগীত করেছেন জে কে মজলিশ। ভিডিও নির্মাণ করেছেন রিয়াজ খান। মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচল ও মডেল সানজু জন।
১২ এপ্রিল নতুন ইউটিউব চ্যানেল ‘সালমা মিউজিক’-এ অবমুক্ত হবে এটি।
সালমার কণ্ঠে ‘ভুলিয়া বন্ধু’ শিরোনামে আরেকটি গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত ওয়াহিদ শাহীনের। ১৩ এপ্রিল ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গান-ভিডিওটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!