X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এই অবেলায়: শিরোনামহীন ফিরেছে চেনা ঢঙে

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০১৯, ২০:০৮আপডেট : ৩১ মে ২০১৯, ২১:২৭

ভিডিওর শুরুর দৃশ্য তুহীন-হীন ‘শিরোনামহীন’ আগেও গান প্রকাশ করেছে। তারও আগে থেকেই অসাধারণ এই ব্যান্ডটিকে নিয়ে উঠেছে ‘হায় হায়’ রব। ঘুরেফিরে একই কথা, দরাজকণ্ঠের তুহীন-হীন শিরোনামহীন হবে শূন্য খাঁচা এক!
এরপর নতুন ভোকাল শেখ ইশতিয়াক এলো। গানও প্রকাশ হলো। কিন্তু শিরোনামহীন শ্রোতারা ঠিকই ভুগছিলেন বিশ্বাস অথবা তৃপ্তিহীনতায়। তবে দলটির প্রধান জিয়াউর রহমান জিয়া আস্থা রেখেছেন নবাগত ইশতিয়াকের প্রতি। অস্ফুটস্বরে শ্রোতাদের বললেন, ‘সবুর’।
যার ফলাফল সদ্য প্রকাশিত গানচিত্র ‘এই অবেলায়’। ৩০ মে এটি প্রকাশ পেয়েছে দলটির নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির কথা, সুর, সংগীতায়োজন এবং ভিডিও মেকিং প্রমাণ করেছে পুরনো সেই প্রবাদ—সবুরে মেওয়া ফলে।
গানচিত্রটি যারা দেখেছেন, শুনেছেন, নিশ্চিত তারা ফিরে পেয়েছেন মূল শিরোনামহীনকে, চেনা ঢঙে।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের কাছে জিয়াউর রহমান জিয়ার ব্যাখ্যা এমন, ‘‘দেখুন মৌলিক গান অথবা ক্রিয়েটিভ ওয়ার্কের ক্ষেত্রে নিজস্ব ধারা থাকবেই। আমরাও চাই সেটা থাকুক। তবে সেটির মধ্যে থেকেও একটা বৈচিত্র্য রাখার চেষ্টা করি। আমাদের আগের অ্যালবামগুলো দেখলে খেয়াল করবেন, রকের মধ্যে থেকেও বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। যেমন, ‘বন্ধ জানালা’ অ্যালবামে ‘ভালোবাসা মেঘ’ আছে, আবার ‘বুলেট কিংবা কবিতা’র মতো গানও আছে। তো ‘এই অবেলায়’ গানটি হচ্ছে আমাদের আপকামিং অ্যালবামের ৫ নম্বর গান। লক্ষ করবেন, প্রতিটি গানেই আলাদা কিছু করার চেষ্টা করেছি, তবে আমাদের নিজস্বতার বাইরে গিয়ে নয়।’’  
শিরোনামহীন গানটি লিখেছেন যথারীতি জিয়াউর রহমান জিয়া। সুর ও ভিডিও গল্প ভাবনায় ছিলেন কাজী শাফিন আহমেদ। ভিডিও নির্মাণ করেছেন ব্যান্ডটির ‘বন্ধ জানালা’ গানের নির্মাতা মীর শরীফুল করিম শ্রাবণ। এতে শিরোনামহীন সদস্যদের বাইরে মূল গল্পের মডেল হয়েছেন নিশাত ফারজানা সিনথি।
গানটির শুরুর কথাগুলো এমন—
এই অবেলায় তোমারই আকাশে/ নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ/ কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই/ কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে/ ভেজা চোখ দেখাইনি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায়/ কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ...

২০১৭ সালের অক্টোবরে ‘শিরোনামহীন’ থেকে হঠাৎ সরে দাঁড়ান এর প্রধান কণ্ঠশিল্পী তানযীর তুহীন। 

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!