X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কারখানা এন্টারটেইনমেন্ট-এ পূর্ণাঙ্গ ‘ভূত হইতে সাবধান’

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ০০:০২আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:০২

তমা ও মিশু সাব্বির গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্ট। তাদের প্রথম নাটক হিসেবে গতকাল (১৫ আগস্ট) এসেছে ‌‘ভূত হইতে সাবধান’।
এদিন অবমুক্ত করা হয়েছে নাটকটির প্রথম পর্ব। আরও দুটি পর্ব শিগগিরই এতে প্রকাশ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় নির্মাতা শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকটি ঈদের তৃতীয় দিন প্রচারিত হয়েছে নাগরিক টিভিতে।

তবে একক নাটক হিসেবে টিভিতে প্রচারিত হলেও কারখানা এন্টারটেইনমেন্ট-এ দেখা যাবে তিন পর্বে। যার ফলে পুরো নাটকটি দেখতে পারবেন দর্শকরা।  
পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘নাটকটির দৈর্ঘ্য বেশ বড়। টেলিভিশনে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে প্রচার করতে হয়। সম্পাদনা করে অনেক কিছুই বাদ দিতে হয়েছে। তবে ইউটিউবে সেই সুযোগ নেই। আমরা ২৩ মিনিটের তিন পর্বে ভাগ করে তিন দিনে মোট ৬৯ মিনিটের একটা পূর্ণাঙ্গ নাটক আপলোড করছি। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন।’
এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবীর, হুমায়ূন সাধু, কচি খন্দকার প্রমুখ।

চ্যানেলটি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘কারখানা এন্টারটেনইমেন্ট মূলত বিনোদন-নির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সব ধরনের বিষয় থাকবে।

নাটকটির প্রথম পর্বের লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু