X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মোশাররফ করিম যখন কুমার!

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৫:০২আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:৩৪

মোশাররফ করিম কুমার বা মৃত্তিকা শিল্পী অশোক (মোশাররফ করিম) খুব মনোযোগ দিয়ে মূর্তি বানান। তাই তার কাজ হিন্দু সম্প্রদায়ের কাছে বেশ সমাদৃত। এদিকে সে অঞ্চলের ধনাঢ্য পরিবারের মেয়ে অলকাকে (মিম মানতাসা) তিনি ভালোবাসেন।
কিন্তু অলকা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না। এরইমধ্যে এলাকার সাধন (ওয়াহিদ ইকবাল মার্শাল) অশোকের কাছে আসে তার ভালোবাসার মানুষের ছবি নিয়ে একটি মূর্তি বানিয়ে দেওয়ার জন্য। হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে তিনি মূর্তি বানিয়ে রেখে দেবেন চোখের সামনে। কিন্তু অশোকে কোনোভাবেই সেই মূর্তি বানাতে পারেন না।
যা বানান তা অলকার মতো হয়ে যায়! এমন গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘পুতুলের সংসার’। সম্প্রতি মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পাল বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়।
মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় এর চিত্রনাট্য করেছেন সেরেনিওয়াবত শাওন। মাসুদ আল জাবেরের পরিচালনায় নাটকটিতে অশোক চরিত্রে মোশাররফ করিম, অলকার চরিত্রে মিম মানতাসা, কল্যাণীর চরিত্রে নুসরাত জান্নাত রুহী ও সাধনের চরিত্রে ওয়াহিদ ইকবাল মার্শাল অভিনয় করেছেন। নাটকটিতে আরও আছেন জাহাঙ্গীর ও চাঁদনী। জানা যায়, এটি পূজার বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক