X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘কাঁটাতারের বেড়া’ দিয়ে ফিরছেন শাবনূর

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০

শাবনূর/ ছবি: সাজ্জাদ হোসেন জিমে ফেরার গল্প চিত্রনায়িকা শাবনূরের জন্য নতুন কিছু নয়। তবে এবার একেবারে আদাজল খেয়ে নেমেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।
কারণটা নতুন চলচ্চিত্র। ছবির নাম ‌‘কাঁটাতারের বেড়া’। সেখানে নায়িকা হিসেবেই ফিরছেন তিনি। সে কারণেই শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ান এক নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন।

চলচ্চিত্রের ঘোষণাটা এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষে থেকে। প্রতিষ্ঠানটি বাংলা ট্রিবিউনকে জানায়, অনেকদিন পর শাবনূর বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। গল্পটাও তার অভিনয়ের উপযোগী। এটা আগামী বছরের অন্যতম চমক হবে।
শাবনূর বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ বসবাস করছেন। বলা যায়, অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বহু আগেই। এর আগেও বহুবার নতুন ছবিতে কাজের কথা শোনা গিয়েছে। তবে শেষ পর্যন্ত তা আর ঘটেনি।
শাবনূর সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ছবির একটি গানে। তবে এখন পর্যন্ত এর শুটিং শেষ করেননি এই অভিনেত্রী।
এদিকে নতুন ছবির বিষয়ে জাজ আরও জানায়, নায়ক বা অন্য কোনও কিছু চূড়ান্ত হয়নি। চলতি মাসেই এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন শাবনূর। সঙ্গে এসেছে একমাত্র সন্তান আইজানও। আর আগামী ১৭ ডিসেম্বর এই চিত্রনায়িকার জন্মদিন। দিনটি ঘিরে বিশেষ কোনও আয়োজন না থাকলেও ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করবেন বলে জানা গেছে।
২০১৩ সাল থেকেই চলচ্চিত্রে অনিয়মিত ৯০ দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

 

 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা