X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মাহির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট!

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮

মাহিয়া মাহি শুধু সিনেমা নয়, আড্ডা আর খেলাধুলার প্রতিও দারুণ আগ্রহ চিত্রনায়িকা মাহিয়া মাহির।
অনেকটা সেই সূত্রেই নিজ এলাকায় একটি বড়সড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন তিনি। টুর্নামেন্টটি উৎসর্গ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি হবে মাহির নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভায়। এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আগামী ৪ মার্চ সকালে এটির উদ্বোধন করবেন মাহি নিজেই।
পরের দিন ৫ মার্চ বিকালে হবে চূড়ান্ত পর্বের খেলা।
মাহিয়া মাহি জানান, দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করছে স্বেচ্ছাসেবক সংগঠন- স্বপ্ন।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘ক্রিকেট ও ফুটবল খেলার প্রতি আমার ঝোঁক দিনকে দিন বেড়েছে। সময় পেলেই খেলা দেখি। আর সে কারণেই এবার এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া।’
এদিকে মাহি এখন ব্যস্ত রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজী’ চলচ্চিত্র নিয়ে। যেখানে তাকে একজন শোবিজ তারকা হিসেবে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও জান্নাতুল পিয়া।
চলতি বছরই এর মুক্তির কথা রয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা