X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনাভাইরাস প্রতিরোধে মমতাজের ডাক

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ২০:০৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৩:০৭

গানের রেকর্ডিয়ে মমতাজ

‘প্রিয় দেশবাসী/ আমি আপনাদের সবার প্রিয় শিল্পী মমতাজ বলছি/ দেশে ফেরত বন্ধু যখন/ চোদ্দ দিন বাইরে না গিয়া/ সবার ভালোর কথা ভাইবা একলা রয়/ ঘরে একলা রয়/ মনটা ভইরা যায়/ ও মনটা ভইরা যায়’—এমন কথায় সুরে সুরে ডাক দিলেন শিল্পী ও সাংসদ মমতাজ বেগম।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া এবং নিশ্বাস-প্রশ্বাস, হাঁচি-কাশি দেওয়ার নিয়মগুলো এভাবেই গানে গানে তুলে ধরেছেন এই শিল্পী। ব্র্যাকের উদ্যোগের সঙ্গে একাত্ম কাজটি করেছেন তিনি। যা আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) উন্মুক্ত হবে।

মমতাজ বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য। সাধারণ মানুষকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করা আমাদের দায়িত্ব।’
ব্র্যাক জানায়, করোনাভাইরাস প্রতিরোধের এ কাজটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্যা যায়’-এর সুর।
তাদের আশা, এটি মূল গানের মতোই জনমনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে সঠিক আচরণগুলো গড়ে তুলতে সহায়ক হবে।
কোভিড-১৯ মোকাবিলায় ব্র্যাক পরিচালিত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে ইতোমধ্যে যুক্ত হয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি। তার গাওয়া একটি গান উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

বিষয়গুলো নিয়ে ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের কমিউনিকেশন্স অ্যান্ড আউটরিচ বিষয়ক পরিচালক মৌটুসী কবীর বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো ব্যাপক জনসচেতনতা এবং আমাদের দৈনন্দিন অভ্যাস-আচরণের পরিবর্তন। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতা প্রদানের পাশাপাশি ব্র্যাক বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। ভাইরাসটি প্রতিরোধের বার্তাগুলোকে, বিশেষ করে ছোট ছোট শহর ও গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় তাদের মতো প্রখ্যাত শিল্পীরা যুক্ত হয়েছেন বলে আমরা মমতাজ ও কুদ্দুস বয়াতির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
মৌটুসী কবীর আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কাজে পৃথক একটি ওয়েবপোর্টাল পরিচালনা ছাড়াও সামাজিক যোগাযোগ ও গণযোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের তথ্যসংবলিত উপকরণ প্রকাশ ও প্রচার করে যাচ্ছে ব্র্যাক। এসব বার্তা গ্রামগঞ্জেও মাইকিং করে প্রচার করা হচ্ছে। পাশাপাশি দেশের ১৬টি কমিউনিটি রেডিও নেটওয়ার্কের মাধ্যমেও নিয়মিত সম্প্রচার করা হচ্ছে এগুলো।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার