X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

সবার জন্য উন্মুক্ত ‘বৈশাখের হাওয়া’

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৭:২৮আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৫৯

শতাব্দী, বিজরী, মালিহা, মিশু ও শাহতাজ দর্শকের লেখা গল্প নিয়ে তৈরি হয়েছিল বৈশাখী টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। শতাব্দী ওয়াদুদ ও বিজরী বরকতুল্লাহ অভিনীত এ কাজটি এর আগে  দেখেছিলেন বাংলাফ্লিক্সের দর্শকরা।
এবার এটি সবার জন্য এলো ইউটিউবে। দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

টেলিছবিটি লিখেছিলেন জি এম আজম। আর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এর গল্পে দেখা যাবে, সংসার চালাতে গিয়ে হিমশিম খান শতাব্দী ওয়াদুদ। স্ত্রী বিজরী বরকতুল্লাহ ও সন্তানকে নিয়ে থাকেন বস্তিতে। পান্তা ভাত তো রোজই খেতে হয়। বৈশাখের দিন ছোট ছেলেটি ইলিশ খাওয়ার বায়না ধরে মা-বাবার কাছে। কী করবেন গৃহকর্তা?

এদিকে বস্তিতে বসবাসকারী এই পরিবারটির সঙ্গে অলক্ষে একটা যোগসূত্র তৈরি হয় এলাকার শিক্ষিত তরুণ-তরুণী মিশু সাব্বির, শাহতাজসহ কয়েকজনের। এই দুই পক্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৈশাখের হাওয়া’ টেলিছবিটি।
এতে আরও আছেন মিশু সাব্বির, শাহতাজ, মালিহা, নানজিবা, শ্রাবণ প্রমুখ। টেলিছবির জন্য ‘নববর্ষ’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া।
বৈশাখের হাওয়া:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!