X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গান ও ঈদ

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৯:৩৪আপডেট : ১৭ মে ২০২০, ১৯:৩৪

সজিবের আনন্দের গান রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই যাত্রা শুরু স্বপ্নীল সজিবের। গাওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের গানও শেখান তিনি। অন্যদিকে এবার রোজার ঈদকে সামনে রেখে তৈরি করেছেন নতুন ‘আনন্দের গান’।
যেখানে অংশ নিয়েছেন সেইসব শিশুরা। শুধু গানেই আনন্দ নয়, ঈদের দিনকেও আনন্দময় করতে এই শিল্পী তাদের মাঝে দিয়েছেন নতুন পোশাকও।
সজিব বললেন, ‘‘আমি বহুদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাই। এই ধারাবাহিকতায় এবার ঈদে কানাডার আনোয়ার আজাদ ফিল্মসে পৃষ্ঠপোষকতায় রাজধানীর ৩ শ’ ফিট এলাকায় কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক দিয়ে আনন্দ ভাগ করে নিয়েছি। সেই আনন্দের ধারণকৃত কিছু অংশ দিয়ে নির্মাণ করেছি আমার নতুন ‘আনন্দের গান’। তাদের পোশাক দিতে পেরেছি বলে বলছি না, বলছি এ কারণে, যেন অনেকেই এগিয়ে আসেন।’’

গান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা মূলত কোলাজ গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুশ্রুত ‘ও মন রমজানের ঐ’ এবং সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ এতে গাওয়া হয়েছে। ভিন্ন সুরের হলেও দুটি গানই আনন্দের কথা বলছে। মানবতার জয়গানের কথা বলছে।’

জানান, এ গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন এবং ভিডিও নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ আহাদ। গানটি রোজার ঈদ উপলক্ষে আনোয়ার আজাদ ফিল্মসের অফিসিয়াল ইউটিউবে অবমুক্ত করা হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
অন্তর্জালে ‘আকাশ হয়ে আছো তুমি’
অন্তর্জালে ‘আকাশ হয়ে আছো তুমি’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান