X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঈদে তানভীর তারেকের মুখোমুখি তারা...

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:০২আপডেট : ১১ মে ২০২১, ২০:০৮

তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় ঈদের বিশেষ ‘সেলিব্রিটি ক্যাফে’তে যোগ দিচ্ছেন দেশের অন্যতম ৩ জন তারকা।

এটি সম্প্রচার হবে ঈদের প্রথম ৩ দিন জাগো এফএমএ। অতিথিরা হলেন সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী ও অপু বিশ্বাস। উদয় চৌধুরীর প্রযোজনায় টানা তিন দিন রাত ১০টায় প্রচার হবে এই বিশেষ ঈদ সেলিব্রিটি শো।

এরমধ্যে তিনটি শো-ই রেকর্ড হয়েছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘সাধারণত সব অনুষ্ঠানে আমি যাই না। এটা সবাই জানেন। কারণ, সবাই সেই মাপের প্রশ্নও করতে পারে না, যা নিয়ে কথা বলা যায়। তানভীর সেদিক দিয়ে ব্যতিক্রম। অনেক বিষয় নিয়েই কথা বললাম। যা এ সময়ে বলাটাও জরুরি।’

তানভীর তারেক বলেন, ‘ঈদ নিয়ে কোনও প্রশ্ন করিনি অতিথিদের। কারণ, গত তিন ঈদে আমাদের ভেতরে মানসিক কোনও আনন্দ নেই। তাই সময়কে ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছি। যেসব বিষয় নিয়ে কৌতূহলটা আমার নিজেরও ছিল। খুবই প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে। আমার বিশ্বাস, এই ঘরবন্দি ঈদে বিশেষ এই পর্বগুলো দারুণ এক উপহার হিসেবেই অনুভূত হবে দর্শক ও শ্রোতাদের কাছে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘তানভীর তারেক আমার কাছে অবশ্যই বিশেষ। কারণ, প্রশ্ন ও প্রসঙ্গ তুললেই একমাত্র আড্ডা বা আলাপনের রসদ তৈরি হয়। সেদিক দিয়ে দারুণ একটা সময় কেটেছে আমাদের রেকর্ডিংয়ের সময়েও। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

উল্লেখ্য, জাগো এফএম-এ তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাতাড্ডা উইথ তানভীর’ শিরোনামের অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
চঞ্চল বনাম চঞ্চল!
চঞ্চল বনাম চঞ্চল!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান