X
সোমবার, ০৪ জুলাই ২০২২
২০ আষাঢ় ১৪২৯

ন্যানসি-কন্যা রোদেলার অভিষেক (ভিডিও)

আপডেট : ১৩ মে ২০২১, ০২:১৯

মায়ের পথ ধরে গানে অভিষেক আগেই হয়েছে রোদেলার। তবে সেটি ছিল অন্যের গান নিজের কণ্ঠে। এবার আসল অভিষেক হলো।

১২ মে সন্ধ্যায় প্রকাশ হলো রোদেলার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই’। প্রকাশ করেছে ঈগল মিউজিক। গানের কথা লিখেছেন মহসীন মেহেদী ও এহসান রাহী। সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ভিডিওগ্রাফিতে ছিলেন চন্দন রায় চৌধুরী।

ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা নিজেই। গানের কাব্যময় কথাগুলো এমন- আমি উড়ে যেতে চাই, প্রজাপতির ডানায়/ আমি ভেসে যেতে চাই সাদা মেঘের ভেলায়/ আমি শুনবো না না না মানবো না, আজ কোনও বারণ...।

প্রথম মৌলিক গান গেয়ে উচ্ছ্বসিত মারজিয়া বুশরা রোদেলা। তিনি বলেন, ‌‘এর আগে ৪টি কাভার গান করেছি। এবারই প্রথম মৌলিক গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

রোদেলা জানান, ঈদুল আজহায় ‘তোমাকে চাই’ শিরোনামে দ্বিতীয় মৌলিক গান প্রকাশের প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

এদিকে মেয়ের প্রথম মৌলিক গান প্রকাশ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার বড় মেয়ে রোদেলার প্রথম মৌলিক গান প্রকাশ হলো। পেশা নয়, ভালোলাগা-ভালোবাসা থেকেই গান গায় রোদেলা। মা হিসেবে আমার বিশ্বাস, বয়সের সাথে সাথে ওর কণ্ঠ আরও পরিণত হবে এবং ও আরও ভালো গাইবে। আমি বিশ্বাস করি, সবাই ওর গানটি শুনবেন, উৎসাহ দেবেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়িকা আরও বলেন, ‘রোদেলার এই গানটির যে কথা-সুর এবং ভিডিও- সেটা উঠতি বয়সী বা টিনএজারদের কথা ভেবেই করা। সে হিসেবে ও গানটি অনেক ভালো গেয়েছে। আমারও ভালো লেগেছে।’

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। মায়ের উৎসাহে এর আগে ‘প্রজাপতি’, `আমরা সবাই রাজা’, ‘আমায় ডেকো না’ ও ‘অলিরও কথা শুনে’ গানগুলো কাভার করেন রোদেলা।

/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি
ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
‘শিক্ষকদের জীবন বাঁচানোই এখন দায়’
‘শিক্ষকদের জীবন বাঁচানোই এখন দায়’
‘সিম আছে, তবে চালু হবে না’
‘সিম আছে, তবে চালু হবে না’
এ বিভাগের সর্বশেষ
তৃতীয় কন্যার মা হলেন ন্যানসি
তৃতীয় কন্যার মা হলেন ন্যানসি
সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যানসি!
সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যানসি!
বিস্ফোরক ন্যানসি: বিয়েটা না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম
বিস্ফোরক ন্যানসি: বিয়েটা না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম
ন্যানসি-সিয়াম যখন বিচারক ও পারফর্মার!
ন্যানসি-সিয়াম যখন বিচারক ও পারফর্মার!
এবার মহসীন মেহেদীর কথায় হাবিব ওয়াহিদ
এবার মহসীন মেহেদীর কথায় হাবিব ওয়াহিদ