X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
২০২০-২১ অর্থবছরে অনুদানের ২০ চলচ্চিত্র

অনুদান পাচ্ছেন প্রযোজক জয়া, পরিচালক অমিতাভ

ওয়ালিউল বিশ্বাস
১৫ জুন ২০২১, ২০:৩৫আপডেট : ১৬ জুন ২০২১, ১৩:২৯

গত এক দশকে ঢালিউডের সবচেয়ে আলোচিত দুই ছবি ‘আয়নাবাজি’ ও ‘দেবী’। যার প্রথমটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী আর দ্বিতীয়টির প্রযোজক-অভিনেত্রী জয়া আহসান।

এই দুটি মানুষ আবারও একই ভূমিকায় আসছেন। ২০২০-২১ অর্থবছরে তাদের দুটি ছবি সরকারি অনুদান পেয়েছে।

জয়ার ‘রইদ’ ও অমিতাভের ‘পেন্সিলে আঁকা পরী’ সাধারণ শাখায় অনুমোদন পেয়েছে।

আজ (১৫ জুন) তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২০টি চলচ্চিত্রের অনুদানের কথা জানিয়েছে। তাদের মধ্যে এ দুটি সিনেমা অন্যতম।

জানা যায়, মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’। যার কাহিনি লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ (শেখ মারুফ)। একই শাখায় যথাক্রমে ৬০ ও ৬৫ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে আরও দুটি ছবি। এরমধ্যে রয়েছে প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সাড়ে তিন হাত ভূমি’। ছবিটির চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার। অন্যটি হচ্ছে ‘মৃত্যুঞ্জয়ী’। এর প্রযোজক বদরুন নেছা খানম। পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডল, কাহিনি ও চিত্রনাট্য সাজেদুল আউয়াল।

শিশুতোষ শাখায় অনুদান পাচ্ছে দুই ছবি। এরমধ্যে ৫০ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মাইক’। যার প্রযোজক ও কাহিনিকার এফ এম শাহীন। চিত্রনাট্য লিখেছেন হাসান জাফরুল। পরিচালনা করেছেন এফ এম শাহীন এবং হাসান জাফরুল। ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ ছবিটি পাচ্ছে ৬০ লাখ টাকা। এর প্রযোজক, পরিচালক, কাহিনি, চিত্রনাট্যকার লুবনা শারমিন। গল্পকার শাহরিয়ার কবির।

সূত্রমতে, সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ৯টি চলচ্চিত্র। ৬৫ লাখ টাকা পাচ্ছে ‘জয় বাংলা’ ছবিটি। এর প্রযোজক মিটু সিকদার, কাহিনিকার মুনতাসীর মামুন, চিত্রনাট্য ও পরিচালক কাজী হায়াৎ। প্রযোজক জানে আলমের ‘জামদানি’ পাচ্ছে সমপরিমাণ টাকা। এর পরিচালক অনিরুদ্ধ রাসেল, গল্প মোস্তফা মনন, চিত্রনাট্য ও সংলাপ আজাদ আবুল কালাম ও মোস্তফা মনন।

সর্বোচ্চ অনুদান পাচ্ছে ‘চাঁদের অমাবস্যা’ ছবিটি, ৭০ লাখ টাকা। এর প্রযোজক, পরিচালক, কাহিনি ও চিত্রনাট্যকার জাহিদুর রহিম অঞ্জন। প্রযোজক জয়া আহসানের ‘রইদ’ পাচ্ছে ৬০ লাখ টাকা। এর কাহিনিকার ও পরিচালক মেজবাউর রহমান সুমন। ‘পেন্সিলে আঁকা পরী’ ছবিটি পাচ্ছে ৬০ লাখ টাকা। এর প্রযোজক মেহেজাবীন রেজা চৌধুরী, আসাদুজ্জামান ও অমিতাভ রেজা। চিত্রনাট্য লিখেছেন রঞ্জন রব্বানী। হুমায়ুন আহমেদের গল্পে এর পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ‘জলে জ্বলে’ ছবিটি পাচ্ছে ৬০ লাখ টাকা। এর প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরী। কাহিনি ও চিত্রনাট্যকার মিস ইফফাত আরেফিন। অনুদান পাচ্ছেন প্রযোজক জয়া, পরিচালক অমিতাভ

অরুণা বিশ্বাসের প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্যে ‘অসম্ভব’ ছবিটি পাচ্ছে ৬০ লাখ টাকা। এর কাহিনিকার জাহিদ বাবুল। সমপরিমাণ অর্থ পাচ্ছে মির্জা সাখাওয়াৎ হোসেনের প্রযোজনা, পরিচালনা, কাহিনি ও চিত্রনাট্যে ‘ভাঙন’। ৬৫ লাখ টাকা দেওয়া হচ্ছে রফিকুল ইসলাম পল্টুর রচনায় ও রকিবুল হাসান চৌধুরীর (পিকলু) প্রযোজনা ও পরিচালনায় ‘দাওয়াল’ ছবিটিকে।

অনুদান পেয়েছেন আলোচিত পরিচালক পিপুল আর খান। ‘বলী’ নামের এ ছবিটি প্রযোজনা করেছেন ইকবাল হোসেন চৌধুরী। তামান্না সুলতানার প্রযোজনায় ‘শ্রাবণ জোৎস্নায়’ পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। অনুদান পাচ্ছেন প্রযোজক জয়া, পরিচালক অমিতাভ

আছে আশুতোষ সুজনের ‘দেশান্তর’, খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’, মাহফুজুর রহমানের প্রযোজনায় ইব্রাহিম খলিল মিশুর পরিচালনায় ‘দেয়ালের দেশে’, দেলোয়ার হোসেন দিলুর প্রযোজনায় অপূর্ব রানার ‘জলরঙ’।

এগুলো সবই ৬০ লাখ টাকা করে পাবে।

মন্ত্রণালয় জানায়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করাই অনুদানের মূল লক্ষ্য। ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ২০২০-২১ অর্থবছরের জন্য অনুদান ঘোষণা করা হলো।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ