X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ অর্ষার ‘সাহস’

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৫:৩৩আপডেট : ১৬ জুন ২০২১, ১৭:৩৭

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের চলচ্চিত্র ‘সাহস’ সাধারণ দর্শকের সামনে ‌‘প্রদর্শনযোগ্য নয়’ বলে এটি বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

গত সপ্তাহে বোর্ডে সিনেমাটির প্রদর্শন হয়েছে। এরপরই সব সদস্য এই সিদ্ধান্ত নেন। জানা যায়, দুয়েক দিনের মধ্যে ছবির প্রযোজক বরাবর চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্ষা, ইমরানসহ অনেকে।

আজ (১৬ জুন) দুপুরে সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। বলেন, ‘সেন্সর বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে ছবিটি অপ্রদর্শনযোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’

তিনি জানান, কেন ছবিটি সেন্সর সার্টিফিকেট পেলো না, তা চিঠি আকারে পাঠানো হবে এর প্রযোজক শাপলা মিডিয়া বরাবর। চিঠিটা তৈরি আছে। আজ-কালের মধ্যেই এটি পেয়ে যাবেন তারা।

‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ চলতি বছর বেশ গোপনে শুরু করেছিলেন। পরে তা চমক আকারে জানান এই নির্মাতা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
ভালোবাসার ঘরে প্রথম ভ্যালেন্টাইনস ডেকাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অর্ষার প্রত্যাশা নেই, আবদার আছে
অর্ষার প্রত্যাশা নেই, আবদার আছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার