X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পুলিশের জন্য পুলকের সুরে গাইলেন সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২১, ০১:১৭আপডেট : ২৬ জুন ২০২১, ১৮:০১

এবারই প্রথম কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলেন এই প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী। অন্যদিকে এবারই প্রথম দুজনে গান করলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য।

রেকর্ডিংয়ে পুলকের সেলফিতে সুমন কল্যাণ, কবির বকুল ও সাবিনা ইয়াসমিন কে রেখেছে নিরাপদ আমায়/ কে বিপদে পাশে দাঁড়ায়- এমন কথায় সাজানো গানটি লিখেছেন কবির বকুল। ‘জনতার পুলিশ’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

২৪ জুন মগবাজারের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরভী রাজ্জাক।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কবির বকুলের লেখা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। বরাবরের মতো পুলিশকে নিয়ে লেখা এই কথাগুলোও আমাকে মুগ্ধ করেছে। একইসঙ্গে মুগ্ধ হয়েছি পুলকের সুর আর সুমনের সংগীতায়োজনে। চেষ্টা করেছি, গানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানের কথা তুলে ধরতে।’

সুরকার পুলক বলেন, ‘কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে আগেও আমি প্লেব্যাক করেছি। তবে উনার জন্য এবারই সুর করার সৌভাগ্য হয়েছে আমার। চেষ্টা করেছি, নিজের সেরাটা তুলে ধরার। বাকিটা বলতে পারবেন শ্রোতা ও পুলিশ বাহিনীর সদস্যরা। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই কবির বকুল ভাইয়ের প্রতি। কারণ উনার কারণেই আমি এই সুযোগটি পেয়েছি।’

জানা গেছে, শিগগিরই গানটির অডিও-ভিডিও প্রকাশ হবে ডিজিটাল মাধ্যমে।

/এমএম/
সম্পর্কিত
ফের ক্যানসার, সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবিনা ইয়াসমিন
ফের ক্যানসার, সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবিনা ইয়াসমিন
১২ মাসে পুলকের লক্ষ্য ২১ গান, এলো প্রথমটি
১২ মাসে পুলকের লক্ষ্য ২১ গান, এলো প্রথমটি
সাবিনাকন্যা বাঁধনের কণ্ঠে হিন্দি রবীন্দ্রসংগীত
সাবিনাকন্যা বাঁধনের কণ্ঠে হিন্দি রবীন্দ্রসংগীত
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!