X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
স্মরণে দিলীপ কুমার

নেই কোনও উত্তরসূরি, ছিল না আফসোসও...

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৪:৪০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:০২

নেই কোনও উত্তরসূরি, ছিল না আফসোসও... বলিউডের প্রথম স্ব-প্রতিষ্ঠিত সুপারস্টার বলা হয় দিলীপ কুমারকে। একের পর এক করেছেন ‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’র মতো আলোচিত সব ছবি।

এর পরিপ্রেক্ষিতে পেয়েছেন সম্মান ও ভালোবাসা। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেন। হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাকে সম্মানিত করা হয়। পেয়েছেন দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ’ও।

এতকিছুর পর একটা জায়গায় দিলীপ ভক্তদের আক্ষেপ আছে। এই সুপারস্টারের নেই কোনও উত্তরসূরি! ৯৮ বছরের সুদীর্ঘ জীবনে ৫৫ বছরের দাম্পত্য জীবন স্ত্রী সায়রা বানুর সঙ্গে। কিন্তু নেই কোনও সন্তান।

তবে বিষয়টি নিয়ে মোটেও আক্ষেপ ছিল না তাদের। মেনে নিয়েছিলেন সৃষ্টিকর্তার এই সিদ্ধান্ত। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু বছর আগে দিলীপ কুমার নিজেই বিষয়টি পরিষ্কার করেছিলেন। বলেছিলেন, ‘আমাদের সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হতো। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনও খেদ নেই। আমি ও সায়রা এই অভাব মেনে নিয়েছি। আমি মনে করি, ঈশ্বরের ইচ্ছাতেই আমাদের জীবনে এই শূন্যতা।’ 

দিলীপ-সায়রা দম্পতি এ কারণেই সায়রার ভাই সুলতান তাদের কাছে সন্তানের আদর পেয়েছেন। পরবর্তীকালে সুলতানের ছেলেমেয়ে এবং নাতি-নাতনিই দিলীপ-সায়রার জীবনের বড় অবলম্বন হয়ে উঠেছিলেন।

উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আজ (৭ জুলাই) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
বলিউড ট্র্যাজেডি বাদশাহর যত অজানা
স্মরণে দিলীপ কুমারবলিউড ট্র্যাজেডি বাদশাহর যত অজানা
ফল বিক্রেতার ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠা!
স্মরণে দিলীপ কুমারফল বিক্রেতার ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠা!
দিলীপ কুমারের মৃত্যুতে রাজনীতিকদের শোক
দিলীপ কুমারের মৃত্যুতে রাজনীতিকদের শোক
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!