X
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
১২ আশ্বিন ১৪২৯

দাঁড়াতে পারছেন না শুভ, বিছানায় এক সপ্তাহ

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৪:৪২আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:২০

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের জন্য বডি ট্রান্সফরমেশন করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। দিন-রাত পরিশ্রম করে নিজের শরীরের নতুন লুক আনলেও পড়েছিলেন পায়ের ইনজুরিতে। মাস খানেক ভোগার পর সুস্থ হলেও আবারও পুরনো ক্ষত জেগে উঠেছে। 

মূলত ঈদের দু’দিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছিলেন না ঠিকমতো। সেই থেকে একরকম বিছানায় পড়ে আছেন সুঠামদেহি এ তারকা। 

দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চললেও পায়ের অবস্থা স্বাভাবিক হচ্ছে না। আর সে কারণে এবার এমআরআই করালেন তিনি। যার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই।

শুভ গতকাল (২৪ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করেন। 

তিনি বলেন, ‘চিকিৎসক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর সাহেব দেড়ঘণ্টা সময় নিয়ে পরীক্ষাটা করেছেন। কারণ, বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না। সারাটা দিন বিছানায় থাকতে হচ্ছে। নড়াচড়াতেও সমস্যা হচ্ছে।’

এদিকে জানা যায়, ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন  শুভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেন। ক্রিকেটারদের ইনজুরি ও শুভর ইনজুরি প্রায় একই ধরনের বলে আপাতত মনে হচ্ছে তার।

আগামী ২৯ তারিখে এমআরআই’র রিপোর্ট দেখে তিনি পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন।

শুভ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন, সেরকম যদি হয়, তাহলে বড় সময় ধরে রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যেতে হবে। এখন যে অবস্থা, আস্তে আস্তে কিওর করা ছাড়া আর সম্ভব নয়।’

শুভ সর্বশেষ ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং করেছেন। গত এপ্রিলে ৩ মাসের কাজ শেষে মুম্বাই থেকে দেশে ফেরেন তিনি। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকের চক্ষুশূল: আরিফিন শুভ
‘বলি একটা বোঝে আরেকটা, তাই বলাই বন্ধ করেছি’ 
বছর শেষে মুক্তি, তার আগেই  ‘মুজিব’ দেখবেন প্রধানমন্ত্রী
বছর শেষে মুক্তি, তার আগেই ‘মুজিব’ দেখবেন প্রধানমন্ত্রী
তবে কি নতুন বসন্ত এসে গেছে!
তবে কি নতুন বসন্ত এসে গেছে!
মুজিব: অপেক্ষা শুধু মুক্তির
মুজিব: অপেক্ষা শুধু মুক্তির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
এ বিভাগের সর্বশেষ
দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকের চক্ষুশূল: আরিফিন শুভ
‘বলি একটা বোঝে আরেকটা, তাই বলাই বন্ধ করেছি’ 
বছর শেষে মুক্তি, তার আগেই  ‘মুজিব’ দেখবেন প্রধানমন্ত্রী
বছর শেষে মুক্তি, তার আগেই ‘মুজিব’ দেখবেন প্রধানমন্ত্রী
তবে কি নতুন বসন্ত এসে গেছে!
তবে কি নতুন বসন্ত এসে গেছে!
মুজিব: অপেক্ষা শুধু মুক্তির
মুজিব: অপেক্ষা শুধু মুক্তির
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’