X
সোমবার, ২৭ জুন ২০২২
১৩ আষাঢ় ১৪২৯

মানি হাইস্ট-এ ববি নাকি বিরাট কোহলি, নেটপাড়ায় শোরগোল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮

সারা দুনিয়ার মতো ভারতেও তুমুল হইচই ফেলেছে নেটফ্লিক্স সিরিজ ‘মানি হাইস্ট’-এর নতুন সিজন। স্প্যানিশ সিরিজটির মুক্তি পাওয়া নিয়ে তারকাবহুল একটি ভারতীয় প্রমো-গানও তৈরি করেছিল নেটফ্লিক্স। 

অনেকদিনের অপেক্ষার পর ৩ সেপ্টেম্বর মুক্তি পায় পঞ্চম সিজনের প্রথম ভাগ। উন্মাদনা এমন ছিল যে, মুক্তির প্রথম দিনেই মোটামুটি গোগ্রাসে পাঁচটি পর্ব গিলেছে ভক্তরা। তবে এর মধ্যে কিছু ঈগলচোখা ভারতীয় দর্শক ধরে ফেলেছেন এক চরিত্রকে। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ওই অভিনেতার ছবি পোস্ট করে তারা জানতে চাইছেন, ইনি ববি দেওল নাকি বিরাট কোহলি?

বলা যায় ববি ও বিরাট দুজনের সঙ্গেই বেশ মিলে যায় ওই অভিনেতার চেহারা। তাই কেউ লিখছেন, শেষপর্যন্ত মানি হাইস্ট-এ অভিনয় করার লোভ সামলাতে পারলেন না ববি! কেউ আবার ববি+বিরাট লিখে সমীকরণ মেলানোর চেষ্টাও করেছেন। কারও মতে, মানি হাইস্ট-এ ববি আর বিরাট মিলেমিশে একাকার!

মজার বিষয়, যে চরিত্রটি নিয়ে ভারতজুড়ে এতো আলোচনা বা ট্রল সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে আইএমডিবি সূত্রে জানা গেছে, স্প্যানিশ এই অভিনেতার নাম গোনজালো বোজা। যিনি গত ৮ বছর ধরে নিয়মিত কাজ করছেন টেলিভিশন, মঞ্চ, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের নানা সিরিজে। 

আপাতত মুক্তি পেলো শেষ সিজনের প্রথম পাঁচ পর্ব। শেষের পাঁচ পর্বেই দেখা যাবে প্রফেসর ও তার দলবলের ভাগ্যে কী আছে। এর জন্য অপেক্ষা করতে হবে এ বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত।

সূত্র: ডিএনএ

/এফএ/এমএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
স্কুলে শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
স্কুলে শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
চতুর্থ ঢেউ ঠেকাতে মাস্ক পরার বিকল্প নেই: ডা. এবিএম আব্দুল্লাহ
চতুর্থ ঢেউ ঠেকাতে মাস্ক পরার বিকল্প নেই: ডা. এবিএম আব্দুল্লাহ
‘জনশুমারিতে হিজড়াদের সঠিক তথ্য উঠে আসবে কি?‘
‘জনশুমারিতে হিজড়াদের সঠিক তথ্য উঠে আসবে কি?‘
ক্যাডেটদের উচিত সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখা: সেনাপ্রধান
ক্যাডেটদের উচিত সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখা: সেনাপ্রধান
এ বিভাগের সর্বশেষ
সুখধ্বনি ছড়িয়েছে কথা-সুর-কণ্ঠেও (ভিডিও)
গৌরবের পদ্মা সেতুসুখধ্বনি ছড়িয়েছে কথা-সুর-কণ্ঠেও (ভিডিও)
ময়লাওয়ালী মমতে মুগ্ধ দর্শক-সমালোচক (ভিডিও)
ময়লাওয়ালী মমতে মুগ্ধ দর্শক-সমালোচক (ভিডিও)
আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী
আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী
ইলিয়াস কাঞ্চন এখন ইউটিউবার!
ইলিয়াস কাঞ্চন এখন ইউটিউবার!
আসছে গোয়েন্দা কাইজার
আসছে গোয়েন্দা কাইজার