X
শুক্রবার, ২৪ মে ২০২৪
১০ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাড়পত্র পাচ্ছে ‘প্রদর্শন অযোগ্য’ সিনেমা!

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল বিভাগেও নাকচ হয়ে যায় নাজিয়া হক অর্ষা অভিনীত ছবি ‘সাহস’। বলা হয়, এই ছবিটি প্রদর্শন অযোগ্য। 

পুনরায় নতুন সিনেমা হিসেবে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে এটি জমা দেন নির্মাতা সাজ্জাদ খান। জানা গেছে, ছবির বেশ কিছু অংশ কাটছাঁটের পর এবার জুড়ে দিয়েছিলেন আরও একটু নতুন ফুটেজ। 

সব দেখে এবারের ‘সাহস’ পছন্দ হয়েছে বোর্ড কর্তাদের। মৌখিকভাবে জানানো হয়েছে, প্রদর্শনের জন্য ছাড়পত্র পাচ্ছে চলচ্চিত্রটি। তবে, পত্রটি এখনও হাতে পাননি নির্মাতা।

আজ (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সেন্সর বোর্ড থেকে বের হয়েই এ সুসংবাদটি দিলেন সাজ্জাদ খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সিনেমা অযোগ্য বলে নয়, আমরা সময় মতো প্রথমবার আপিল করতে পারিনি; এ কারণে সেটি নাকচ হয়েছিল। পরে নতুন করে ছবিটি সেন্সরের আবেদন করি। আমাকে জানানো হয়েছে, এবার তারা সন্তুষ্ট।’

তিনি জানান, নতুন করে একটা ছোট সাবটাইটেল সংযোজন করতে বলেছে সেন্সর বোর্ড। সেটি জমা দিয়ে চলতি সপ্তাহেই সেন্সর সার্টিফিকেট পেতে পারেন তিনি।

মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা গত জুনে ‘সাহস’ প্রদর্শন অযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছিল সেন্সর বোর্ড। এ প্রসঙ্গে গত ১৬ জুন সেন্সর বোর্ড সচিব মো. মমিনুল হক বলেছিলেন, ‘এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’

এরপর গত ১৯ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল নাকচের কথা উল্লেখ করা হয়। 

‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং হয়েছিল।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
ভালোবাসার ঘরে প্রথম ভ্যালেন্টাইনস ডেকাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অর্ষার প্রত্যাশা নেই, আবদার আছে
অর্ষার প্রত্যাশা নেই, আবদার আছে
বড়দিনে ‘মেরিয়ান’ চরিত্রে অর্ষা
বড়দিনে ‘মেরিয়ান’ চরিত্রে অর্ষা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের অফিসিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ
কান উৎসব ২০২৪কানের অফিসিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ
এক দিনে দুই ঝলক: স্থির বাঁধন, চলমান অপূর্ব
এক দিনে দুই ঝলক: স্থির বাঁধন, চলমান অপূর্ব
এবার অস্কারের পাতায় আলিয়া
এবার অস্কারের পাতায় আলিয়া
ক্রমশ ফাঁকা হয়ে আসছে কানসৈকত 
কান উৎসব ২০২৪ক্রমশ ফাঁকা হয়ে আসছে কানসৈকত 
ফের প্যারিসে কনসার্ট, অভিজ্ঞতা জানালেন ইভান
ফের প্যারিসে কনসার্ট, অভিজ্ঞতা জানালেন ইভান