X
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
২৩ অগ্রহায়ণ ১৪২৯

স্কুলে ফিরলেন নওশাবা, ছাত্রী হলেন দশম শ্রেণীর!

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

টানা ১৮ মাস পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে। তবে তারও ঠিক দুদিন আগেই স্কুলের ফিরলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ!

গাজীপুর জেলার কালিগঞ্জের চুপাইর হাই স্কুলে তিনি দশম শ্রেণীর ক্লাস করছেন নিয়মিত, মাতছেন বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়ে। সোশ্যাল হ্যান্ডেলে অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, ‘তোমাদের ক্লাস খোলেনাই, আমাদের ক্লাস খুলে গেছে, হৈ হৈ হৈ!’ সঙ্গে জুড়ে দিলেন ক্লাসরুমের ছবিও। যেখানে ব্যাক-বেঞ্চার হিসেবে সাদা স্কুল ড্রেস পরে বসে আছেন নওশাবা।

মূলত এটি একটি টেলিছবির কাজ। নাম ‘সব সোমার দোষ’। যেখানে স্কুল শিক্ষার্থী সোমা চরিত্রে অভিনয় করছেন নওশাবা। এটি নির্মাণ করছেন রানা ইব্রাহিম।

কালিগঞ্জ থেকে নওশাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদিন (১০ ও ১১ সেপ্টেম্বর) হলো কালিগঞ্জে আছি। গল্পটি দারুণ। চরিত্রটি চ্যালেঞ্জিং। তারচেয়ে বড় বিষয়, খুব টেনশনে ছিলাম ও আছি। কারণ, সেই কবে স্কুল ছেড়েছি মনেও নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। নির্মাতা সাহস দিচ্ছেন বলেই কাজটি করতে পারছি।’

ব্রোকেন ফ্যামিলির সোমা নামের একটা মেয়ের গল্প বলা হবে এতে। যার শৈশব ও বেড়ে ওঠা বাবা-মাকে ছাড়াই। ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি। তাই তার আচরণে স্কুলে নানা সমস্যার সৃষ্টি হয়। তার অনেক রাগ। ভালো কিছু করতে চাইলেও অন্যরা সেটা খারাপ বলে। সে আসলে ঠিক বুঝতে পারে না- ভালো-মন্দের ফারাক।

স্কুলে ফিরলেন নওশাবা, ছাত্রী হলেন দশম শ্রেণীর! নওশাবা বলেন, ‘সবাই বলছে সব দোষ সোমার। কিন্তু আসলে কি তাই? নাকি সোমার এই পরিস্থিতির জন্য দায়ী তার বাবা-মা বা এই সমাজ ব্যবস্থা- এসবের উত্তর খোঁজা হবে এই গল্পটির মাধ্যমে। এমন কাজ আমাদের এখানে সচরাচর হয় না। কাজটি করে সত্যিই ভালো লাগছে।’

জানা গেছে, শুটিং শেষে শিগগিরিই টেলিছবিটি প্রচার হবে যে কোনও একটি বেসরকারি টিভি চ্যানেলে। উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলেও।

/এমএম/
সম্পর্কিত
চ্যালেঞ্জ নিলেন প্রীতম, কৃতজ্ঞ নওশাবা
চ্যালেঞ্জ নিলেন প্রীতম, কৃতজ্ঞ নওশাবা
কিডনি বাণিজ্য নিয়ে ওয়েব সিরিজ, আসছে নতুন প্ল্যাটফর্মে
কিডনি বাণিজ্য নিয়ে ওয়েব সিরিজ, আসছে নতুন প্ল্যাটফর্মে
কুমার পাড়ার নারী নওশাবা! (ছবি)
কুমার পাড়ার নারী নওশাবা! (ছবি)
বিনোদন বিভাগের সর্বশেষ
আংটি বদলের আড়াই বছর: ফারিয়া বললেন ‘বিয়ে করছি না’
আংটি বদলের আড়াই বছর: ফারিয়া বললেন ‘বিয়ে করছি না’
পোস্টার-ট্রেলারে নাখোশ দর্শক, নীরবতায় নায়ক-নায়িকা!
পোস্টার-ট্রেলারে নাখোশ দর্শক, নীরবতায় নায়ক-নায়িকা!
অল দ্য বেস্ট বাঁধন: অনুরাগ কাশ্যপ
অল দ্য বেস্ট বাঁধন: অনুরাগ কাশ্যপ
রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজে এবার নারী পুলিশ!
রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজে এবার নারী পুলিশ!
ভারতজুড়ে বইবে বাংলাদেশের ‘হাওয়া’
ভারতজুড়ে বইবে বাংলাদেশের ‘হাওয়া’