X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তাদের কণ্ঠে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে উচ্ছ্বাস

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৪:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:৩৪

বাংলাদেশ ক্রিকেট টিম এখন অবস্থান করছে ওমানে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। এদিকে ঢাকা থেকে বাংলাদেশ ক্রিকেট সেনাদের প্রতি শুভেচ্ছা ও উৎসাহ জানিয়ে তৈরি হলো বিশেষ গান।

দেখার মতো মারো/ নিজের খাতায় যোগ করে নাও/ দু’চারটে রান আরও/ হাত খুলে মারো/ চার ছক্কা মারো/মন খুলে মারো/ বাড়বে রান আরও/ যেন বাংলাদেশ জেতে আরও!—এমন অনবদ্য কথাগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। আর কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই প্রজন্মের চার জন তারকা শিল্পী—বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল।

শুটিংয়ের ফাঁকে টিনা রাসেল ও শওকত আলী ইমন গানটির সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। রেকর্ডিং শেষে এরমধ্যে গানটির একটি ভিডিও নির্মাণও হয়েছে। এতে অংশ নিয়েছেন চার শিল্পী। আর পুরো শুটিংয়ের উদ্যোগ নিয়েছে নাগরিক টেলিভিশন।

গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। যদিও আমাদের কাজের সংখ্যা খুবই কম। তবে এই গানটিসহ যে ক’টি কাজ করেছি তার প্রত্যেকটি স্পেশাল। এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিন জন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।’

নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, বিশেষ এই গানটি সোমবার (১৮ অক্টোবর) রাত থেকে এবারের বিশ্বকাপজুড়ে প্রচার হবে টিভি পর্দায়।

এদিকে গানটির অন্যতম শিল্পী টিনা রাসেল বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আসর নিয়ে এটি আমার প্রথম গান। সঙ্গে গুণী শিল্পীদের পেয়েছি। এটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। বাপ্পা দা’র স্টুডিওতে বাংলাদেশ টিমের জার্সি গায়ে জড়িয়ে ভিডিও শুটিং করেছি রবিবার (১৭ অক্টোবর) রাতে। সেটা অন্যরকম একটা অনুভূতি। আমাদের বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’     

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
দিলেন কপিরাইট স্ট্রাইক, পাঠালেন আদালতের আদেশ! ‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…