X
বুধবার, ০৬ জুলাই ২০২২
২২ আষাঢ় ১৪২৯

‘মরীচিকা’র পর ওয়েবে তাদের নতুন ‘সিন্ডিকেট’

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৫

‘মরীচিকা’ ওয়েব সিরিজ দিয়ে দারুণ সফল শিহাব শাহীন-আফরান নিশো জুটি। নির্মাতা শিহাব অবশ্য তারও আগে ওয়েবে জাত চিনিয়েছেন ‘আগস্ট ১৪’ বানিয়ে। সে ক্ষেত্রে ‘মরীচিকা’ দিয়ে আফরান নিশোর ওটিটি সিরিজে অভিষেক ভালোই জমকালো হলো।

সেই রসদ নিয়ে দু’জনে এক হলেন আবারও, পরিকল্পনা করছেন নতুন ‘সিন্ডিকেট’ তৈরির। বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন শিহাব শাহীন।  

বললেন, ‘ক্রাইম থ্রিলার ঘরানার হবে নতুন সিরিজটি। নিশো থাকছে এবারও। সঙ্গে তাসনিয়া ফারিণ। আরও কিছু চমক রয়েছে, চূড়ান্ত করেই জানাবো।’

তাসনিয়া ফারিণ নাম থেকে আগাম স্পষ্ট, শিহাব শাহীন এবার ওয়েবে তুলে আনবেন সিন্ডিকেট বাণিজ্য বা দুর্নীতির বিষয়টি। হতে পারে কোনও সত্য ঘটনার ছায়া ধরেই আগাবেন তিনি। যদিও এসব বিষয়ে এখনই বেশি কিছু বলতে চাইছেন না ওটিটিতে শক্ত ভিত গড়ে তোলা এই নির্মাতা।

এই সিরিজ নিয়ে বরাবরের মতো এবারও মুখফুটে কিছু বলছেন না আফরান নিশো।

তবে কথা বলেছেন তার নায়িকা, তথা ‘লেডিস এন্ড জেন্টলম্যান’-খ্যাত তাসনিয়া ফারিণ। বললেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে এ পর্যন্ত যে কয়টি কাজ করেছি, ভালো সাড়া পেয়েছি। টিভিতেও, প্রস্তাব পেলেই সব কাজ করি না। ওটিটিতে এসে সেটি আরও মানার চেষ্টা করছি। খুব সিলেক্টিভ কাজগুলোই করছি। নতুন সিরিজটি সেই বিশেষ তালিকারই অংশ বলে মনে হয়েছে।’

শিহাব শাহীন জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ডিসেম্বর থেকে শুটিং শুরু করবেন ‘সিন্ডিকেট’র। কারণ, এই সিরিজে কুয়াশাও নাকি নির্মাতার চোখে দরকারি চরিত্র!

/এমএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ব্রিটেনের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ, চাপে বরিস জনসন
ব্রিটেনের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ, চাপে বরিস জনসন
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
এ বিভাগের সর্বশেষ
পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের ‘গার্লফ্রেন্ড চাই’
পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের ‘গার্লফ্রেন্ড চাই’
সমালোচিত প্রিয়াঙ্কার ‘সোনা হোম’, চাটনির বাটিও ১৫ হাজার টাকা!
সমালোচিত প্রিয়াঙ্কার ‘সোনা হোম’, চাটনির বাটিও ১৫ হাজার টাকা!
ঘরে-বাইরে বদরাগী চরিত্রে...
ঘরে-বাইরে বদরাগী চরিত্রে...
স্বল্পদৈর্ঘ্য ‘বড়ভাই’
স্বল্পদৈর্ঘ্য ‘বড়ভাই’
সামনে এলেন ‘কাইজার চৌধুরী’ নিশো! (ভিডিও)
সামনে এলেন ‘কাইজার চৌধুরী’ নিশো! (ভিডিও)