X
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
১৬ চৈত্র ১৪২৯

কাটা পড়লো রবীন্দ্রসংগীত, ছাড়পত্র পেলো ‌‘অমানুষ'

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৫০

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। তবে এতে স্থান পাওয়া একটি রবীন্দ্রসংগীতে বোর্ড সদস্যদের ‘আপত্তি’ থাকায় সেটা বাদ দিতে হয়েছে বলে জানান নির্মাতা।

‘অমানুষ’ রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে তার বিপরীতে আছেন নিরব। নির্মাতা জানান, আগামী ডিসেম্বরই প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পাবেন দর্শকরা। 

ছাড়পত্রের বিষয়ে অনন্য মামুন বলেন, ‘এটা আসলে কর্তন বা বিনা কর্তন দুটোই বলা যায়। ছবিটিতে আমরা একটি রবীন্দ্রসংগীত রেখেছিলাম। কিন্তু দৃশ্যায়নের সঙ্গে এটি যায় না বলে মৃদু আপত্তি এসেছিল। তাই আমরা সেটা বাদ দিয়ে অন্য একটি গান যুক্ত করে দিয়েছি। চাইছি, আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি দিতে।’

সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় আছেন নায়ক নিরব। অন্যদিকে করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো ছবির কাজ করেছেন শিল্পীরা। বিশেষ এই ছবিটির জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি ডাকাত কিংবা অমানুষের।

নিরব বলেন, ‘সত্যি বলতে মহামারির মধ্যে পুরো কাজটি এভাবে শেষ করতে পারবো ভাবিনি। কারণ, লকডাউনের বিষয়ে তো আমরা আগাম কেউ জানি না। এরমধ্যে সুস্থ থাকাটাও ছিল বড় চ্যালেঞ্জ।’

ছবিতে আরও অভিনয় করেছেন, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন নিরব!
অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন নিরব!
ঘরের কাজগুলো কিন্তু কেউ ভাগ করে নেয়নি: মিথিলা
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ঘরের কাজগুলো কিন্তু কেউ ভাগ করে নেয়নি: মিথিলা
মিথ্যে নয়, সত্যি-মিথিলার পর্দায় ফেরা
মিথ্যে নয়, সত্যি-মিথিলার পর্দায় ফেরা
বিনোদন বিভাগের সর্বশেষ
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক
বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক