X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
মামানামা– আউট অব দ্য বক্স

হুমায়ুন ফরীদির সঙ্গে মেশাটাই একটা শিক্ষাসফর: সাজু খাদেম

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। উপস্থাপক হিসেবেও তিনি অনন্য, অনবদ্য। এ শিল্পী এসেছিলেন বাংলা ট্রিবিউনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘মামানামা– আউট অব দ্য বক্স’-এ।

প্রাসঙ্গিকভাবেই মজার এ মানুষটি কথা বললেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদিকে নিয়ে। ফরীদির মিমিক্রিগুলোও বেশ মজার ছলেই করেন এই শিল্পী। 

সাজু মনে করেন, তার পরম সৌভাগ্য এমন একজন কিংবদন্তির সান্নিধ্য পেয়েছেন। 

সেই সময়টা নিয়ে সাজুর ভাষ্য, ‘যে ব্যক্তি অল্প কিছু সময়ের জন্য ফরীদি ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, মনে করবেন তিনিই তার কাছের মানুষ। ফরীদি ভাই মানুষটাই এমন। নিঃসন্দেহে আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে আড্ডা মারতে পেরেছি। ফরীদি ভাইয়ের সঙ্গে মেশাটা আমার কাছে রীতিমতো একটা শিক্ষা সফরের মতো।’

সাজু জানান, এখনও ভীষণ মিস করেন কিংবদন্তিকে। তার ভাষায়, ‘আমার যদি সুযোগ হতো তাকে (ফরীদি) বলতাম, আপনি যখন টেলিভিশন ছেড়ে চলচ্চিত্রে চলে যান, সেখানে মেকআপ দিয়ে নিজের চেয়ে বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন। যখন আবার মেকআপ খুলে টেলিভিশনে ফিরে এলেন, তখন সত্যি সত্যি আপনি বেশি বয়সে পৌঁছে গেছেন। এই মাঝখানের গ্যাপটা, যে যৌবনটা মেকআপের আড়ালে চলে গেছে- সেটা আমরা খুব মিস করি। আমার খুব ইচ্ছা, যৌবনের রিয়েল হুমায়ূন ফরীদিকে দেখার!’

সাজু খাদেমের অংশ নেওয়া ‘মামানামা– আউট অব দ্য বক্স’ শিরোনামের মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও। 

জনি হকের প্রযোজনা ও মাহমুদ মানজুরের উপস্থাপনায় এই লাইভ শো প্রচার হয় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’