X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্ঘটনার কবলে নোরা ফাতেহির গাড়ি

বিনোদন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৫:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৫:০০

দুর্ঘটনা ঘটিয়েছে বলিউড তারকা নোরা ফাতেহির গাড়ি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেপরোয়া গতিতে মুম্বাইয়ের রাস্তায় এক অটোকে ধাক্কা মারে এটি। 

তবে তখন গাড়িতে ছিলেন না নোরা। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই স্থানীয় জনতা ছুটে এসে রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে গাড়ি থেকে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত অটোচালককে ১০০০ রুপি দিয়ে ছাড়া পায় গাড়িচালক। 

এদিকে, ওইদিন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিও লঞ্চ ইভেন্টে হাজির থাকতে দেখা গেছে নোরাকে। এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি কিংবা এফআইআর দায়ের করা হয়নি।

উল্লেখ্য, নোরা বর্তমানে গুরু রানধাওয়ার নতুন গান ‘ডান্স মেরি রানি’র লুকস এবং নাচের জন্য চর্চায় আছেন। তার সামাজিক মাধ্যমগুলোতে সেভাবেই তাকে পাওয়া যাচ্ছে। ভিডিওটিতে নজর কেড়েছে অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!