X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘কণ্ঠশিল্পী’ আদর ও বুবলীর জন্য সাদাত হোসাইনের গীতিকবিতা

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০০:৩০

সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের গান লেখার ঘটনা নতুন নয়। তবে অতোটা জোরকণ্ঠে বলারও কিছু নেই! কারণ, গীতিকবি হিসেবে এই গদ্যকারের অভিষেক হয়েছে নিজের বানানো একমাত্র সিনেমা ‘গহীনের গান’-এ। যেটি আসলে মূল ধারার সিনেমা ছিল না।

সেই মিউজিক্যাল ফিল্মে প্র্যাকটিস ম্যাচ খেলে গীতিকবি সাদাত এবার নিজেকে দাঁড় করালেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক সিনেমায়। নাম ‘তালাশ’। যাতে দু’জন কণ্ঠশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের অন্যতম নায়িকা শবনম বুবলী এবং মডেল-অভিনেতা আদর আজাদ। 

তারচেয়েও বড় বিষয়, ছবিটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা সৈকত নাসির।

নির্মাতা জানান, এই ছবিতে দুটি গান লিখেছেন সাদাত হোসাইন। নাম ‘একা রাস্তা’ ও ‘তুই নেই’। প্রথমটির সুর-সংগীত ও কণ্ঠ দ্বীন ইসলাম শাহরুখের। পরেরটি সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন আর কণ্ঠ দিয়েছেন মেসবাহ বাপ্পী।

দুটো গানেই সিনেমার পর্দায় দেখা মিলবে শবনম বুবলী ও আদর আজাদের!

এদিকে সাদাত হোসাইনের লেখা প্রসঙ্গে নির্মাতা সৈকত উচ্ছ্বসিত। বললেন, ‘আমি তো মনে করি এই দুটি গান উনি (সাদাত হোসাইন) ছাড়া এরচেয়ে বেটার কেউ লিখতে পারতেন না। এটুকু নিশ্চিত। কারণ, গানগুলো তো গল্পের ওপর ভিত্তি করে তৈরি। আপনারা জানেন, বরাবরই আমি গল্প ও গানের বিষয়ে একটু বেশিই সিরিয়াস। আমার ধারণা, গান দুটি প্রকাশের পর গীতিকবি সাদাত ভাইকে নতুন করে চেনা যাবে। কারণ, তার কথাগুলো অন্যদের চেয়ে বেশ আলাদা।’

জানা যায়, ‘তালাশ’ মুক্তি পাচ্ছে ৪ ফেব্রুয়ারি। ৫ জানুয়ারি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে প্রচারণা কাজ। এরপরই চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে সাদাত হোসাইনের লেখা গান দুটি।

সৈকত নাসির গীতিকবি নিজেও অন্যের সিনেমায় প্রথম গান লিখে বেশ তৃপ্ত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘‘এই সময়টাতে আমার ডুবে থাকার কথা আসন্ন গ্রন্থমেলার চাপ সামলাতে! অথচ আমি ভাসছি গান দুটি তৈরির আনন্দে। এরমধ্যে ‘একা রাস্তা’ গানটি আমি শুনেছি। এককথায় মুগ্ধ হয়েছি। এতটা দারুণ কিছু হবে ভাবিনি। বাণিজ্যিক ঘরানার সিনেমায় এটাই আমার প্রথম লেখা। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহে গিয়েও গানগুলো দেখে মুগ্ধ হবো।’’

সাদাত হোসাইন জানান, গদ্যের পাশাপাশি এখন থেকে তিনি মানসম্মত গল্পের সিনেমায় নিয়মিত লেখার জন্য উৎসাহী। উৎসাহটি তৈরি হলো ‘তালাশ’-এর সূত্র ধরেই।     

২০১৯ সালের ২০ ডিসেম্বর মুক্তি পায় সাদাত হোসাইনের লেখা ও নির্মাণে মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ও গানগুলো গেয়েছেন আসিফ আকবর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাবুকে বুবলী: আমাদের বিবাহবিচ্ছেদ ঘটেনি
বাবুকে বুবলী: আমাদের বিবাহবিচ্ছেদ ঘটেনি
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
মুগ্ধতা বজায় রাখলেন রাজ-বুবলী (ভিডিও)
মুগ্ধতা বজায় রাখলেন রাজ-বুবলী (ভিডিও)
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
বিনোদন বিভাগের সর্বশেষ
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’