X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেরার পরপরই একসঙ্গে ৩০ গানের ঘোষণা রুমির (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৫:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৫৪

সম্প্রতি নতুনভাবে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। অনলাইনে ঘুরেফিরে শোনা যাচ্ছে তার নতুন গান। আসবে আরও। তবে একটি-দুটি নয়, নতুন ৩০টি গানের প্রজেক্টে কাজ করছেন এই সংগীত তারকা।  

আর ঘোষণাটা দিলেন বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক লাইভ শো ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের সঙ্গে আগামী এপ্রিল পর্যন্ত ৩০টি গান তৈরি করছেন তিনি। 

আরফিন রুমি বলেন, ‘বৃষ্টিটা যেমন অনেক দিন পর আসে, তেমনি এর মতো একসঙ্গে আমার এত গান আসছে। তবে আমার জন্য এটি নতুন কিছু নয়। আমি নিয়মিতই মাসে ৫-৬টি করে গান মুক্তি দিতাম। এমনও হয়েছে, টানা ২৮ দিনে ২৮টা গান তৈরি করে ইউটিউবে মুক্তি দিয়েছি। আসলে আমি তো শিল্পী, কেউ যদি জানতে চায়, আমি কী বলবো! তাই গত সময়ে এ কাজটি করেছি।’

প্রজেক্ট প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘এটা আমার ও ভক্তদের জন্য বিগ নিউজ। সিডি চয়েসের সোহেল ভাই ( জহিরুল ইসলাম সোহেল) একদিন বললেন, ‘রুমি ভাই, আপনি অনেক দিন গান দেন না। এই গ্যাপটা পূরণ করতে হবে।’ আমরা এপ্রিল পর্যন্ত একটা দায়িত্ব নিয়েছি যে ৩০টি গান তৈরি করবো। এতে আমার একক-দ্বৈত সবই থাকবে। আগে যেভাবে কাজ করতাম, সেভাবেই করবো।’

‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানের দশম পর্বের এমন অনেক কথা বলেন রুমি। জানিয়েছেন তার দীর্ঘ বিরতির কারণও। পুরো আয়োজনটি শোনা ও দেখা যাবে ফেসবুক ও ইউটিউবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাহমুদ মানজুর। প্রযোজনায় আছেন জনি হক।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!