X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার মহসীন মেহেদীর কথায় হাবিব ওয়াহিদ

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৩

ক্যারিয়ারের শুরু থেকে হাবিব ওয়াহিদ-ন্যানসির সম্পর্ক একেবারেই পারিবারিক। জুটি হয়ে সর্বাধিক সফল গান তৈরি হয়েছে তাদের প্রয়াসে। 

গত বছর ন্যানসির মেয়ে রোদেলার জন্যেও গান বেঁধেছেন হাবিব। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন ন্যানসি-পতি মহসীন মেহেদীও।

গীতিকবি মহসীন মেহেদীর লেখায় প্রথমবার গাইলেন হাবিব। গানের শিরোনাম ‘এই পথ চাওয়া’। এর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। জানা যায়, চলতি মাসে ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ হবে গানটি।

‘ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি’সহ মহসীন মেহেদীর লেখনীতে উঠে এসেছে অনেক জনপ্রিয় গান। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও। 

নতুন গান প্রসঙ্গে মহসীন মেহেদী বলেন, ‘হাবিব ওয়াহিদ ও আমার স্ত্রী ন্যানসির অসংখ্য ভালোবাসার গান রয়েছে। বলা চলে, তার সবকটিই জনপ্রিয়। অনেকের জন্য গান লেখা হলেও প্রচারবিমুখ বলেই হয়তো হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটিও গান নেই।অবশেষে ভালোবাসার আমেজকে কেন্দ্র করে আমার কথায় সুর-সংগীত ও কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ নিজেই; এমনটা সত্যি ভাবিনি! আমি, আমার মা, স্ত্রী-সন্তান, ভাই-বোন; আমাদের মত সমগ্র জাতিই এই ভালোবাসা দিবসে নতুন সংগীতায়োজনে ভালোবাসার বন্যায় ভেসে যাবার অপেক্ষায়।’

এদিকে ন্যানসি জানান, ‘হাবিব ওয়াহিদ এবং আমার অসংখ্য ভালোবাসার গান রয়েছে। আমার বড় মেয়েও হাবিব ওয়াহিদের আশীর্বাদপ্রাপ্ত। এবারে হলো ব্যতিক্রম আয়োজন। প্রথমবারের মতো ভালোবাসার আমেজকে ধরে রেখে আমার স্বামী মহসীন মেহেদীর কথায় সুর-সংগীত ও কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ নিজেই। এটা আমার জন্য সুখকর ঘটনা।’

মহসীন-ন্যানসির বিয়ের অনুষ্ঠানে হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক মহসীন মেহেদীর লেখালেখির অভ্যাস কৈশোর থেকেই। ছড়া-কবিতার পাশাপাশি শখের বশে রেডিওতে চাকরি করা অবস্থায় লিখে বসলেন ‘ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি’ শিরোনামে একটি গান। যা ব্যাপক সাড়া ফেলে। তারপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখলেন ‘জয় বাংলার প্রেম’।

তাছাড়া একে একে মহসীন মেহেদীর কথায় প্রকাশ পায় ন্যানসি, মিজান, পান্থ কানাই, আসিফ আকবর, কলকাতার রূপঙ্করসহ আরও বহু শিল্পীর কণ্ঠে। সর্বশেষ তার লেখা ‘হে পাথর’ গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এটিও প্রশংসা কুড়িয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
ইমরানের সুরে-সঙ্গে প্রথম হাবিব
ইমরানের সুরে-সঙ্গে প্রথম হাবিব
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং