X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশের ২৫ প্রেক্ষাগৃহ অপু-বাপ্পির দখলে

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৯

করোনার কারণে লম্বা বিরতি শেষে আজ (১১ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। 

পরিচালক জানান, স্বাস্থ্যবিধি মেনে ২৫টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চায়, ‌‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের কাজ। গত বছর আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং উপভোগ করবেন।’’

ছবিতে বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। 

গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

দেশের ২৫ প্রেক্ষাগৃহ অপু-বাপ্পির দখলে ২৫ হলের তালিকা:

শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শেরপুর), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বনলতা (ফরিদপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) ও স্টার সিনেপ্লেক্স (মিরপুর)।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
এ সপ্তাহের ছবিঅপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
সংরক্ষিত আসনে এমপি হতে নায়িকাদের ভিড়!
সংরক্ষিত আসনে এমপি হতে নায়িকাদের ভিড়!
নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!
নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!