X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মামলা প্রসঙ্গে মুখ খুললেন অপু

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৫:০৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:০৩

প্রতারণার অভিযোগে মামলা হয়েছে অপু বিশ্বাসের বিরুদ্ধে। এটি দায়ের করেছেন সিমি ইসলাম নামের একজন প্রযোজক। ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি (১১৩৬) দায়ের করা হয়।

একই মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে হিরো আলম ও জাহিদুল ইসলাম আপনকে। অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম।

প্রযোজক সিমি ইসলামের দাবি, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন থানায়। এরপর চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টাও করেন। কিন্তু কোনও সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘সিমি ইসলাম কলিকে নিয়ে আর পারি না। ওনার তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আবার মামলা কীসের! আমি এ বিষয়ে জানিই না, এসব তো ঠিক না।’

অপু বিশ্বাস মামলার এজহারে বলা হয়েছে, হিরো আলমের মাধ্যমে সিমি ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এখানে হিরো আলম এলো কোথা থেকে! এটা সিমিই ভালো বলতে পারবেন। আমি তাকে ঠিকঠাকভাবে চিনিও না। আমি কী উত্তর দিতে পারি বলেন! সে টাকা কোথায় দিলো, কাকে দিলো- কিছুই জানি না। এখন মনগড়া কথা বলছে কেন! আমার আস্থা এই সরকার ও আইনের প্রতি। সে টাকা কোথায় দিয়েছে কেন দিয়েছে, তার কিছুই জানি না।’

অপু বলেন, ‘উনি (সিমি) যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এমনিতেই চলচ্চিত্রের দুরবস্থা; এ সময় এসব সিলি ব্যাপার নিয়ে কেন কথা বলছেন? আর আমি এসব দেখি না। আমার অ্যাডমিন দেখেন। অফিসিয়ালি তারা ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করেন। হয়তো নাম আমার। মালিকানা আমার। কিন্তু আমি নিয়ন্ত্রণ করি না। অন্য সংস্থা দিয়ে চালাই। যদি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতো তাহলে আমি বলতে পারতাম।’ অপু বিশ্বাস

আদালত মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন তেজগাঁও থানা পুলিশকে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমি ইসলাম।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
শাকিবের জন্মদিনে দুই প্রাক্তনের যেমন প্রতিক্রিয়া
শাকিবের জন্মদিনে দুই প্রাক্তনের যেমন প্রতিক্রিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
এবার বাধার মুখে অপু বিশ্বাস
এবার বাধার মুখে অপু বিশ্বাস
যে কারণে ‘ঐতিহাসিক’ ছবি থেকে সরে দাঁড়ালেন অপু
যে কারণে ‘ঐতিহাসিক’ ছবি থেকে সরে দাঁড়ালেন অপু
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে