X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আলিয়ার ‘গাঙ্গুবাই’ নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৬

মুক্তির দিন (২৫ ফেব্রুয়ারি) ঘনিয়ে আসছে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। এই ছবির রেশ ধরে আলিয়া ভাট আর সঞ্জয় লীলা বানসালিকে ঘিরে নিয়ে নতুন আশাবাদের জন্ম নিয়েছে বলিউডে। ধারনা করা হচ্ছে, মহামারির সব ধকল পুষিয়ে দেবে ‘গাঙ্গুবাই’।  

এমন জল্পনায় পানি ঢেলে দেওয়ার মতো কাণ্ড করলেন কঙ্গনা রনৌত। আলিয়াকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। 

বলিউডের স্টারকিড এবং নেপোটিজম সংক্রান্ত বিষয়ে সবসময়ই সরব কঙ্গনা। এবারও নিজের মতামতের মাধ্যমেই একহাত নিলেন তিনি। মজার ছলেই বললেন, ‘এই শুক্রবার ২০০ কোটি পুড়ে ছাই হয়ে যাবে বক্স অফিসে। বাবার পরী যিনি কিনা আদতেই ব্রিটিশ পাসপোর্ট রাখতে পছন্দ করেন, আবার সেই বাবা প্রমাণ করেই ছাড়বেন এরকম একজন অভিনয় করতে পারেন!! সবথেকে বড় ভুল সিদ্ধান্ত কাস্টিং, এরা সুধরাবে না। কোনও সন্দেহ নেই, যে এই কারণেই দক্ষিণ এবং হলিউডের ছবির দর্শক সংখ্যা বাড়ছে। বলিউডের অবস্থা কাহিল যতদিন এই মুভি মাফিয়ারা থাকবে।’  

এখানেই থামেননি তিনি। শুধুই আলিয়া? তার বাবা মহেশ ভাটের উদ্দেশ্যেও ঝড় তুললেন অভিনেত্রী। বললেন, ‘বলিউডের মাফিয়া বাবা, যিনি একা হাতে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতিকে ধ্বংস করেছেন, বড় পরিচালকদের আবেগগতভাবে ম্যানিপুলেট করছেন। সিনেমাটিক উজ্জ্বলতার মাধ্যমে তাদেরকে বাধ্য করছেন নিজের মেয়েকে দিয়ে কাজ করাতে। লোকজনের তাকে বিনোদন দেওয়া বন্ধ করা উচিত, খারাপ লাগছে যে একজন বড় নায়ক এবং পরিচালকও তার কারসাজির শিকার হয়েছেন।’

কঙ্গনা, এই মাসের শুরুতে দীপিকা তথা অনন্যার পোশাক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। পরবর্তীতে আলিয়ার স্ক্রিন লুক নিয়েও সরগরম হন এই অভিনেত্রী। আলিয়াকে নকল করা এক শিশুর আচরণ দেখে অবাক হয়েছিলেন তিনি। মুখে বিড়ি এবং আলিয়ার সংলাপ বলেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন সেই খুদে। কঙ্গনা দাবি তুলেছিলেন, ‘এইটুকু শিশুর কি এমন আচরণ করা উচিত? তার বডি ল্যাঙ্গুয়েজ এবং এই বয়সে যৌনাচার করা একেবারেই উচিত নয় বলেই আওয়াজ তুলেছিলেন তিনি। সিনেমাতে কিছু দেখানোর আগে শতবার ভাবা উচিত, কারণ এমন অনেক শিশু আছে যারা একইভাবে ব্যবহৃত হচ্ছে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/
সম্পর্কিত
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
বিনোদন বিভাগের সর্বশেষ
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক