X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আবারও একক সংগীতসন্ধ্যায় অণিমা

বিনোদন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৭:২৫আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:৩০

আগে এমন একক শিল্পীকে ঘিরে সংস্কৃতি চর্চা হতো নিয়মিত। ঘরে ঘরে তো বটেই, নানা আবহে বাণিজ্যিক-অবাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এসব আয়োজনের কদর ছিল বেশ। এখন আর ‘অমুক শিল্পীর একক সংগীতসন্ধ্যা’—এমন পোস্টার বা প্রমোশন চোখে পড়ে না। 

মহামারি এসে সেই চর্চার কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে বলেই মত প্রকাশ করছিলেন বিশ্লেষকরা।

আশার কথা, বিশ্ব এখন মহামারি জয়ের পথে ঘুরছে। হতে পারে সেই নিয়মে ঘুরছেন দেশের অন্যতম রবীন্দ্রসংগীতশিল্পী-শিক্ষক অণিমা রায়ও। যিনি জানান দিলেন একটি একক সংগীতসন্ধ্যা উপহারের কথা। 

টানা দুই বছর বিরতির পর এই শিল্পী বসছেন এমন আয়োজনে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৫ মার্চ বিকাল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে গাইবেন তিনি। শুধু গানই নয়, করবেন কিছু প্রাসঙ্গিক আলাপও। সেভাবেই সাজানো হয়েছে সন্ধ্যাটি, জানালেন অণিমা। 

অনুষ্ঠানটি আয়োজন করছে ‘আমরা সূর্যমুখী’ সংগঠন। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

একক সংগীতসন্ধ্যায় ফেরা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘প্রায় ২ বছর তো আমরা করোনাকালেই বন্দি ছিলাম। এর মাঝে আমি আমার বাবাকেও হারালাম। অনেকেই নিকটাত্মীয় হারিয়েছেন। সব মিলিয়ে আবারও নতুন করে বাঁচার এক চেষ্টাই যেন এই উদ্যোগ। সেই প্রাণ সঞ্চারটাই করতে চাই এবারের একক অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।’

অনুষ্ঠানের আয়োজক আমর সূর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম বলেন, ‘রবীন্দ্রনাথের গান নিয়ে দীর্ঘদিন শুদ্ধতম চর্চা করে যাওয়া শিল্পীর নাম অণিমা রায়। এর আগেও তাকে নিয়ে আমরা আয়োজন করেছি। কিন্তু এখন এক পরিণত অভিজ্ঞ শিল্পীর একক অনুষ্ঠান আমরা উপহার দিতে যাচ্ছি। আশা করি এই সুরের সন্ধ্যাটি সবার জন্য উপভোগ্য হবে।’

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘স্যার শুধু অভিমানের কথা বলতেন’
রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের মৃত্যু‘স্যার শুধু অভিমানের কথা বলতেন’
পূজায় এলো নতুন যত গান
পূজায় এলো নতুন যত গান
কলকাতায় অণিমার সংগীতসন্ধ্যা ও গান প্রকাশ
কলকাতায় অণিমার সংগীতসন্ধ্যা ও গান প্রকাশ
গোলাপ গ্রামে অণিমার কণ্ঠে ‘মেঘ বলেছে যাব যাব’
গোলাপ গ্রামে অণিমার কণ্ঠে ‘মেঘ বলেছে যাব যাব’
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি