X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

পিরামিড দেখে গাইলেন বাংলাদেশের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৪:৫৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:৫১

মেক্সিকো সিটি থেকে ৪৮ কিলোমিটার দূরে ‘পিরামিড অব দ্য সান’ এবং ‘পিরামিড অব দ্য মুন’। মিশরের পিরামিডের পর অনেকেই সেখানে হাজির হন তা দেখতে। এবার সে স্থানেই গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

সেখানে গিয়ে গাইলেন গানও। বারবার মনে করিয়ে দিলেন দেশের কথা। এমন একটি ভিডিও এই গায়িকা নিজেই শেয়ার করেছেন তার ফেসবুক দেয়ালে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলস থেকে এক আমন্ত্রণে মেক্সিকোতে গিয়েছেন ফাহমিদা নবী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেখানকার বাংলাদেশ দূতাবাসের এক সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন তিনি। সেখান থেকে ঢুঁ মারেন পিরামিডে।

শনিবার (২ এপ্রিল) ফেসবুকে সেই নিদর্শনের ভিডিওটি শেয়ার করেছেন ফাহমিদা। যেখানে দেখা যাচ্ছে, ‘পিরামিড অব দ্য সান’র সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘পিরামিড দেখতে গিয়েছিলাম। সভ্যতার নিদর্শন দেখতে দেখতে মুগ্ধ হলাম আর গাইছিলাম নিজের দেশের গান…। একেই বলে মাটির টান।’

ভিডিওতে গান গাওয়ার আগে ফাহমিদা নবী বলেন, ‘‘আমি যে দেশেই যাই না কেন, নিজেদের দেশের গানই মনে আসে। আমি গেয়েই যাচ্ছি, এখন গাইছি ‘ধন ধান্যে পুষ্পে ভরা…’।’’

জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আগে লন্ডনে গিয়েছিলেন এই শিল্পী। সেখানে নানা জায়গায় ঘোরাঘুরির ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  

অন্যদিকে জানা যায়, বিদেশের মাটিতে থাকলেও আসন্ন রোজার ঈদে দুইটি নতুন গান নিয়ে হাজির হবেন ফাহমিদা নবী।

/এম/এমএম/
সম্পর্কিত
ফাহমিদা নবীর প্রথম বই...
ফাহমিদা নবীর প্রথম বই...
তিস্তা পাড়ের বানভাসিদের দেখে যে গানের জন্ম
তিস্তা পাড়ের বানভাসিদের দেখে যে গানের জন্ম
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
স্মরণে সুবীর নন্দী‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার