X
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

প্রচারণা শুরু শাকিবের ‘গলুই’র, টিজারে মুগ্ধ ভক্তরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১২:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫:৩৮

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দিকেই যেন ঝুঁকে থাকে ব্যবসায়ীদের ঈদি। এবারের রোজার ঈদে আসছে তার দুটি ছবি। এরমধ্যে সবচেয়ে আলোচিত ‘গলুই’ সিনেমা শুরু করলো তাদের প্রচারণা। প্রকাশিত হলো ছবিটির প্রথম টিজার। 

আর এতেই শাকিব ভক্তরা যেন ঈদ উৎসবের চাঁদ দেখতে পেলেন। মুগ্ধতায় মাতলেন তারা। 

গতকাল (৫ এপ্রিল) রাতে ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় টিজারটি। সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা শাকিব-পূজাকে। ছবির পরিচালক এস এ হক অলিকেরও প্রশংসা মিলছে বেশ।

গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্পের আভাস মিললো টিজারে। আছে ঐতিহ্যের ছোঁয়াও। সিনেমাটির নির্মাতা এসএ হক অলিক বললেন, ‘‘টিওটি ফিল্মসের ইউটিউবে ‘গলুই’র টিজার প্রকাশিত করেছি। একই সঙ্গে টিজারটি নায়ক শাকিব খান, নায়িকা পূজা ও ‘গলুই’ ফেসবুক পেজে দেখা যাচ্ছে। আগামী ৯ এপ্রিল হাবিব ওয়াহিদের গাওয়া ‘জমবে মেলা’ নামে বৈশাখের গানটি অবমুক্ত হবে। এর ৪-৫দিন পরেই ইমরান-কণার গাওয়ার বৃষ্টি নিয়ে আরেকটি গান আসবে। এভাবেই আমরা ছবিটিকে এগিয়ে নিয়ে যাবো।’’

পরিচালক জানান, এরমধ্যেই ‘গলুই’র অফিশিয়াল পোস্টার প্রকাশ হবে। 

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। এই প্রযোজকের ভাষ্য, ‘অনুদানের পাশাপাশি বড় ধরনের ইনভেস্ট করা হয়েছে এ ছবিতে। তাই আমরা উৎসবেই এটি মুক্তি দিতে চাই। রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে আসবে।’

ভিডিও:

চলচ্চিত্রটিতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের ছবিটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। 

খসরু জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

/এম/
সম্পর্কিত
দেড় দশকের নীরবতা ভেঙে বাজলো তিশার গান
দেড় দশকের নীরবতা ভেঙে বাজলো তিশার গান
উৎসবের দ্বিতীয় চমক তৌসিফ-তিশার প্রেম!
ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যালউৎসবের দ্বিতীয় চমক তৌসিফ-তিশার প্রেম!
মিথ্যে নয়, সত্যি মেহজাবীন
মিথ্যে নয়, সত্যি মেহজাবীন
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
সততা ও হাসিতে মজে প্রেম, অতঃপর বিয়ে...
সততা ও হাসিতে মজে প্রেম, অতঃপর বিয়ে...
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর সুইফট
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর সুইফট
দেড় দশকের নীরবতা ভেঙে বাজলো তিশার গান
দেড় দশকের নীরবতা ভেঙে বাজলো তিশার গান
বৃহস্পতিবার থেকে দেশের প্রেক্ষাগৃহে মধ্যপ্রাচ্যের ‘অ্যানিমেল’
বৃহস্পতিবার থেকে দেশের প্রেক্ষাগৃহে মধ্যপ্রাচ্যের ‘অ্যানিমেল’
উৎসবের দ্বিতীয় চমক তৌসিফ-তিশার প্রেম!
ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যালউৎসবের দ্বিতীয় চমক তৌসিফ-তিশার প্রেম!