X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অবশেষে ‘খেয়াল পোকা’

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৫:০৯

প্রিন্স মাহমুদ. গত বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার কথা ছিল প্রিন্স মাহমুদের কথা ও সুরের মিশ্র গানের অ্যালবাম ‘খেয়াল পোকা’।
সবকিছু প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে কিছুদিন হলো এটি রবি গ্রাহকেরা ৪৮৭৮৭৭ নম্বরে ডায়াল করলে গানগুলো শুনতে পাচ্ছেন। এবার এটি সিডি আকারে প্রকাশ হচ্ছে। রবিবার (আজ) রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। এখানে প্রিন্স মাহমুদসহ দেশের খ্যাতনামা শিল্পীরা উপস্থিত থাকবেন। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ।
অ্যালবামটিতে প্রিন্স মাহমুদের কথা ও সুরে গেয়েছেন তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা। এরমধ্যে শেষের পাঁচজন এবারই প্রথম প্রিন্স মাহমুদের গান গাইলেন। অ্যালবামের একটি গান লিখেছেন নিয়াজ আহমেদ অংশু।
অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম এমন- ছিপ নৌকো, পাশে থাকবে কি, জানি তুমি আছো, তোমার বাড়ি যাবো, ভীষণ ভাবে প্রভৃতি। প্রিন্স মাহমুদ বলেন, ‘আমার গান যেমন হয় এবারও তেমনই হয়েছে। বেশ কয়েকটি গান ভাল লাগবে আশা করছি।’
প্রসঙ্গত, সংগীতকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে অর্ধশত মিশ্র অ্যালবাম প্রকাশ পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘শক্তি’, ‘ক্ষমা’, ‘শেষ দেখা’, ‘এখনো দু-চোখে বন্যা’, ‘দেয়াল’, ‘দাগ’, ‘পিয়ানো’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘যন্ত্রণা’, ‘নির্বাচিতা’, ‘নিমন্ত্রণ’, ‘অপরাজিতা’, ‘কেয়া পাতার নৌকো’ প্রভৃতি।  অ্যালবামের প্রচ্ছদ

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা