X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

টানা ১০ দিন নেপালের পাহাড়ে ধ্যানে ছিলেন শুভ 

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩:৪৯

কয়েক দিন ধরেই খোঁজ নেই চিত্রনায়ক আরিফিন শুভর। মোবাইল তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও হদিস মেলেনি তার। অবশেষে ধ্যান ভাঙলো তার।

হ্যাঁ, সত্যিই ধ্যানে বসে ছিলেন এই চিত্রনায়ক। আর সেটা নেপালে। দেশটির রাজধানী থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় বিপাসনায় মেডিটেশনে ছিলেন চিত্রনায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই। জানিয়েছেন, টানা ১০ দিনের এই ধ্যানে থাকা আজই (১২ এপ্রিল) শেষ হয়েছে তার।

এক ভিডিও বার্তায় শুভ বলেন, ‘‘গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি দুই-তিন মাস হলো। এরপর আবার বেশ দৌড়ঝাঁপে ছিলাম। আমি সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম।’’

তিনি আরও বলেন, ‘বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…। যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো, এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন…।’

শুভ এখন সেই সেন্টারেই আছেন। সেখানকার পরিবেশও ঘুরে দেখান তিনি। ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ের ওপর কয়েকটি কটেজ মিলিয়ে এই সেন্টার। শুভ জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ (১২ এপ্রিল)। নেপালে আরও দু’দিন অবস্থান করবেন এই চিত্রনায়ক।

/এম/এমওএফ/
সম্পর্কিত
যেভাবে ‘মুজিব’ হয়ে উঠলেন আরিফিন শুভ
যেভাবে ‘মুজিব’ হয়ে উঠলেন আরিফিন শুভ
‘মুজিব’ নিয়ে টরন্টো উৎসবের ‘বাণিজ্যিক শাখায়’ শুভ-ফারিয়া
‘মুজিব’ নিয়ে টরন্টো উৎসবের ‘বাণিজ্যিক শাখায়’ শুভ-ফারিয়া
কানের পর টরন্টো সফরে ‘মুজিব’, সঙ্গে তিশা-শুভ
কানের পর টরন্টো সফরে ‘মুজিব’, সঙ্গে তিশা-শুভ
পৃথিবী থেকে চলে গেলেও আক্ষেপ থাকবে না আর: শুভ
পৃথিবী থেকে চলে গেলেও আক্ষেপ থাকবে না আর: শুভ
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল
এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়: তিশা
এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়: তিশা
দুই নির্মাতার ক্রিকেট দলে মারামারি: পণ্ড হতে পারে ফাইনাল, সুরাহার চেষ্টা
দুই নির্মাতার ক্রিকেট দলে মারামারি: পণ্ড হতে পারে ফাইনাল, সুরাহার চেষ্টা