X
বুধবার, ০৬ জুলাই ২০২২
২২ আষাঢ় ১৪২৯

২৫০০ রুপি তুলতে দেড় মাস টানা খেয়েছিলেন নওয়াজ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৩:০৬

এ কালের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিককে এক সময় ছোটখাটো চরিত্রেই সন্তুষ্ট থাকতে হতো। যার কোনোটা স্বল্পমূল্যে আবার কোনোটা বিনামূল্যে করে দিতে হতো। 

এরকমই একটা সিনেমা হলো ‘শূল’। যার পরিচালক ছিলেন ঈশ্বর নিবাস এবং প্রযোজক রাম গোপাল ভার্মা। ছবিতে এক রেস্তোরাঁর ওয়েটারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মুখ্য চরিত্রে ছিলেন রাবিনা ট্যান্ডন আর মনোজ বাজপেয়ী। 

আর এর পারিশ্রমিক নিয়েই তুলকালাম করেছিলেন নওয়াজ। আর সেটা কত জানেন? ২৫০০ রুপি। তবে সেটাও পাননি।

৬-৭ মাস টানা ঘোরার পরও যখন রুপিটা তুলতে পারেননি, তখন ভিন্ন এক মতলব আঁটলেন তিনি। 

সম্প্রতি বলিউড বাবেলকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘‘বহু ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছি সামান্য টাকার জন্য। পেট চালাতে তখন আমাকে সেগুলো করতে হয়েছে। ‘শূল’ ছবিতে আমাকে দেখানো হয়েছে একজন ওয়েটারের ভূমিকায়, যে মনোজ আর রাবিনার থেকে খাবারের অর্ডার নেবে। ছবি শেষে ৬-৭ মাস প্রযোজকের অফিসে ঘুরলাম আড়াই হাজার টাকার জন্য। সেটা পেতাম না যদিও, কিন্তু খাবার জুটতো। এরপর আমি চালাকি করলাম কী, খাওয়ার সময়তেই ওদের অফিসে পৌঁছতাম। আমাকে ওরা জিজ্ঞেস করতো, ‘খাবার খাবি?’ আমি বলতাম, ‘হ্যাঁ’। ওরা বলতো, ‘টাকা তো পাবি না তুই, আয় খাবারই খেয়ে যা।’ তো আমি এভাবে এক-দেড় মাস খাওয়ার খেলাম। আমার যা টাকা পাওনা ছিল তা উসুল হয়ে গেল।’’

জানান, টাকাটা তিনি এখনও পাননি। পরে আর যানওনি তা আনতে।

এদিকে, নওয়াজকে শিগগিরই দেখা যাবে ‘হিরোপন্তি ২’-তে। যেখানে টাইগার শ্রফ আর তারা সুতারিয়া রয়েছে মুখ্য চরিত্রে। ২৯ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা।


সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
এ বিভাগের সর্বশেষ
শুভ-তিশার জন্য নওয়াজুদ্দিনের শুভকামনা
কান উৎসব ২০২২শুভ-তিশার জন্য নওয়াজুদ্দিনের শুভকামনা
ফারুকীতে মুগ্ধ নওয়াজুদ্দিন, বললেন বিস্তারিত 
ফারুকীতে মুগ্ধ নওয়াজুদ্দিন, বললেন বিস্তারিত 
জয়া-নওয়াজুদ্দিনের ওয়েব সিরিজ নিয়ে অভিযোগ
জয়া-নওয়াজুদ্দিনের ওয়েব সিরিজ নিয়ে অভিযোগ
ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’র ফার্স্ট ‍লুকে নওয়াজুদ্দিন
ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’র ফার্স্ট ‍লুকে নওয়াজুদ্দিন