X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় কবির জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২২, ০০:১৩আপডেট : ২৫ মে ২০২২, ০০:১৩

২৫ মে ২০২২, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

এদিন সকাল ৬টা ৩০ মিনিটে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত, সমবেত সংগীত, সমবেত নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হবে পুরো আয়োজন। শারমীন সাথী ইসলামের পরিবেশনায় ‌‘আমার কালো মেয়ের পায়ের তলায়’, ছন্দা চক্রবর্তীর ‘সন্ধ্যা গোধূলি লগনে’, ঊর্বী সোমার ‘সখি বাদল বাদল ঝুলনিয়া’, মোঃ ইয়াকুব আলী খানের ‘বধূ তোমার আমার এই যে বিরহ’, শেখ জসীমের ‘আমি গানে গানে ঢাকবো আমার গভীর অভিমান’, মো. মফিজুর রহমানের ‘খোল গো আঁখি’, বিজন চন্দ্র মিস্ত্রীর ‘সাদা মন চাহে’ এবং শোভন মজুমদারের ‘সৃজন ছন্দে আনন্দে’ শিরোনামে একক সংগীত পরিবেশনা। 

তথ্যগুলো নিশ্চিত করেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

আরও জানান, বিশেষ এই আয়োজনে একক সংগীত পরিবেশন করবেন ইয়াসমিন মুশতারী, ড. নাশিদ কামাল প্রমুখ। এছাড়াও সরকারি সংগীত মহাবিদ্যালয়-এর ‘দুর্গম গিরি কান্তার মরু’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ‘জাগো অমৃত পিয়াস’, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দলের ‘মনের রং লেগেছে’ এবং বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থার ‘এ কি অপরূপ রূপে মা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশনা থাকবে। 

সমবেত নৃত্যায়োজনে এম আর ওয়াসেক পরিচালিত ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’, ফারহানা চৌধুরী বেবীর ‘বাগিচায় বুলবুলি তুই’, অনিক বোসের ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’, সোহেল রহমানের ‘বেল ফুল এনে দাও চাইনা বকুল’, সালমা বেগম মুন্নির ‘দেশের পুরো নারী’, মুনমুন আহমেদ পরিচালিত ‘ঘন মায়াময় স্বপনে’ প্রভৃতি। 

জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি ‘আমার কৈফিয়ত’, শিমুল মুস্তাফার ‘নূরালদীনের সারাজীবন’, ঝর্ণা সরকারের ‘নারী’ এবং প্রজ্ঞা লাবনীর আবৃত্তি পরিবেশনাও থাকছে।  

বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দিলরুবা সাথী ও আহসান উল্লাহ তমাল।

/এমএম/
সম্পর্কিত
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
বইমেলায় এখনও নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি
বইমেলায় এখনও নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি
গিনেস বুকে নাম লেখাতে দেড় লাখ কণ্ঠে নজরুলসংগীত
গিনেস বুকে নাম লেখাতে দেড় লাখ কণ্ঠে নজরুলসংগীত
অনলাইন থেকে পিপ্পা’র ‘কারার ওই লৌহ কপাট’ গান সরাতে আইনি নোটিশ
অনলাইন থেকে পিপ্পা’র ‘কারার ওই লৌহ কপাট’ গান সরাতে আইনি নোটিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া