X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আলো কাড়লেন মিথিলা, দুর্ধর্ষ নিরব (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৮:৩৭আপডেট : ০৮ জুন ২০২২, ১১:০২

আগামী ১৭ জুন সিনেমা পর্দায় অভিষেক হচ্ছে রাফিয়াত রশিদ মিথিলার। মুক্তি পাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’। আর এ কারণে চলছে এখন নানা ধরনের প্রচারণা। 

আজ (৭ জুন) অনলাইনে এলো ছবিটির ট্রেলার। যেখানে পাওয়া গেলো কেন্দ্রীয় প্রায় সব চরিত্রই।

ছিলেন নায়ক নিরব হোসাইন, অভিনেতা মিশা সওদাগর, নওশাবা ইসলাম, রাশেদ মামুন অপুসহ অনেকে।

তবে সবাইকে ছাপিয়ে নিজের দিকে আলো টেনে নিলেন মিথিলা। তাকে পাওয়া গেলো গ্ল্যামারাস চরিত্রে। বিপরীতে দুর্ধর্ষ চরিত্রে পাওয়া গেলো নিরবকে।

‘অমানুষ’ মূলত গহিন জঙ্গলের গল্প। যেখানে আটকা পড়েন মিথিলা। আর বনদস্যু হলেন নায়ক নিরব। নিরবের মতে, ‘মানুষের ভিড়ে, মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ। তাদের নিয়ে ছবির গল্প।’

মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হবো।’

ট্রেলারে যেটুকু আভাস মিলেছে, তাতে উঠে আসে মিথিলাকে অপহরণ করে একদল বনদস্যু। তাদের একজন নিরব। পরবর্তী সময়ে তাকে নিয়েই পালিয়ে যান তিনি। কয়েকটি গ্রুপের দ্বন্দ্বও পাওয়া যায়। 

ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

গেলো বছর ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান