X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সর্বাধিক অনুদানে অমিতাভ রেজার ফ্রেমে এবার বঙ্গবন্ধু

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২২, ১৭:৩৮আপডেট : ১৫ জুন ২০২২, ১৮:১৮

২০২১-২২ অর্থবছরের চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোষণা করা হয়েছে সরকারি অনুদান। যেখানে সবচেয়ে বড় অঙ্কটা যাচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। অন্যদিকে, এই নির্মাতাও ভাবছেন বড় পরিসরে। যে ফ্রেমে ধরা দেবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে সেটি এখনও আলোচনা সাপেক্ষ বলে জানালেন এই পরিচালক। ছবির নাম ‘১৯৬৯’। 

অমিতাভ রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছবিটি পিরিওডিক। ১৯৬৯ সালের উত্তাল রাজনীতির ঘটনা উঠে আসবে। মূলত আগরতলা মামলা নিয়েই ছবির গল্প এগোবে। যেহেতু এটি ইতিহাসনির্ভর, তাই এখানে নতুন করে কাহিনি লেখার সুযোগ নেই। এখনও আমরা স্ক্রিপ্টিং নিয়েই ব্যস্ত।’

বঙ্গবন্ধু চরিত্র থাকবে কিনা- এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করবো। যেহেতু আগরতলা মামলা তাই বঙ্গবন্ধু চরিত্রটি অনস্বীকার্য।’

তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। সেই বছরের মধ্যেই এটি মুক্তি দিতে হবে। এর প্রযোজক হিসেবে আছেন মাহজাবিন চৌধুরী।

অন্যদিকে গত বছর ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাসের গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন খ্যাতিমান এই নির্মাতা।

তবে স্বত্ব নিয়ে জটিলতায় সেটা সুদসহ ফিরিয়ে দিয়েছিলেন অমিতাভ। বিষয়টি বর্তমান জুরি বোর্ড ইতিবাচক হিসেবেই নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর এ কারণে এবারের সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেলেন ‘আয়নাবাজি’-খ্যাত এই পরিচালক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়