X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

সর্বাধিক অনুদানে অমিতাভ রেজার ফ্রেমে এবার বঙ্গবন্ধু

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২২, ১৭:৩৮আপডেট : ১৫ জুন ২০২২, ১৮:১৮

২০২১-২২ অর্থবছরের চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোষণা করা হয়েছে সরকারি অনুদান। যেখানে সবচেয়ে বড় অঙ্কটা যাচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। অন্যদিকে, এই নির্মাতাও ভাবছেন বড় পরিসরে। যে ফ্রেমে ধরা দেবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে সেটি এখনও আলোচনা সাপেক্ষ বলে জানালেন এই পরিচালক। ছবির নাম ‘১৯৬৯’। 

অমিতাভ রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছবিটি পিরিওডিক। ১৯৬৯ সালের উত্তাল রাজনীতির ঘটনা উঠে আসবে। মূলত আগরতলা মামলা নিয়েই ছবির গল্প এগোবে। যেহেতু এটি ইতিহাসনির্ভর, তাই এখানে নতুন করে কাহিনি লেখার সুযোগ নেই। এখনও আমরা স্ক্রিপ্টিং নিয়েই ব্যস্ত।’

বঙ্গবন্ধু চরিত্র থাকবে কিনা- এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করবো। যেহেতু আগরতলা মামলা তাই বঙ্গবন্ধু চরিত্রটি অনস্বীকার্য।’

তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। সেই বছরের মধ্যেই এটি মুক্তি দিতে হবে। এর প্রযোজক হিসেবে আছেন মাহজাবিন চৌধুরী।

অন্যদিকে গত বছর ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাসের গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন খ্যাতিমান এই নির্মাতা।

তবে স্বত্ব নিয়ে জটিলতায় সেটা সুদসহ ফিরিয়ে দিয়েছিলেন অমিতাভ। বিষয়টি বর্তমান জুরি বোর্ড ইতিবাচক হিসেবেই নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর এ কারণে এবারের সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেলেন ‘আয়নাবাজি’-খ্যাত এই পরিচালক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফ্যাব ফেস্ট: গল্প-নির্মাণে স্বাধীনতা, এফডিসি সংস্কারসহ আরও যা দাবি…
ফ্যাব ফেস্ট: গল্প-নির্মাণে স্বাধীনতা, এফডিসি সংস্কারসহ আরও যা দাবি…
নির্বাচনে মুখর এফডিসি, এলেন অমিতাভ-ফারুকী-সুমনরাও
নির্বাচনে মুখর এফডিসি, এলেন অমিতাভ-ফারুকী-সুমনরাও
নতুন ছাতার নিচে নির্মাতারা, ৩০ ডিসেম্বর সম্মেলন
নতুন ছাতার নিচে নির্মাতারা, ৩০ ডিসেম্বর সম্মেলন
শিকাগো শিশু চলচ্চিত্র উৎসবে সেরা
শিকাগো শিশু চলচ্চিত্র উৎসবে সেরা
বিনোদন বিভাগের সর্বশেষ
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
স্বাধীনতা দিবসে সালেহার বেশে মেহজাবীন চমক
স্বাধীনতা দিবসে সালেহার বেশে মেহজাবীন চমক
স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে পার্থ-নিশিতা
স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে পার্থ-নিশিতা