X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুক্তির মিছিলে ‘রক্তজবা’

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ০০:০৯আপডেট : ২২ জুলাই ২০২২, ২০:০৮

একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক, আরেকজন ছিনতাইকারী যুবক, অন্যজন পতিতাপল্লির বাসিন্দা। তিন জনই একসঙ্গে পেলো মুক্তির ছাড়পত্র! তারা যথাক্রমে লুৎফর রহমান জর্জ, শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা।

তিন সময়ের এই তিন অভিনেতাকে নিয়ে ‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা বানিয়েছেন তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’। বলা দরকার, প্রথম ছবিতেই জাত চিনিয়েছেন মুক্তা। বিশেষ করে গল্প ও নির্মাণ ভাবনায়। সেই অভিজ্ঞতা নিয়ে এবার মুক্তির মিছিলে যুক্ত হলো তার ‘রক্তজবা’।

২৫ জুন ছবিটির সেন্সর শো হয়। ২৮ জুন বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র হাতে পান পরিচালক। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। যেখানে পাওয়া যাবে শিক্ষক, ছিনতাইকারী ও পতিতা চরিত্রের তিনটি গল্প। যে গল্পগুলো আবার একসূত্রে গাঁথা।

মুক্তার ভাষ্যে, ‘এই গল্পের সূত্র একটি চিঠি। সেটির সূত্র খুঁজতে গিয়েই ৩ জন ভিন্ন ঘরানার মানুষের সমান্তরাল জার্নি দেখানোর চেষ্টা করেছি।’

যোগ করেন, ‘‘নির্মাণ হিসাবে এইটা আগেরটার (কাঠবিড়ালী) চেয়ে স্মার্ট মেকিং। গল্পটা আরও পরিণত। সবাই অভিনয় অসাধারণ করেছেন। নির্মাতা হিসেবে আমি খুশি ‘রক্তজবা’ বানিয়ে।’ 

ছবিটি দেখার পর মানুষ যেন বলে, নির্মাতা হিসেবে নিয়ামুল মুক্তার উন্নতি হয়েছে! দর্শকদের কাছে তেমনটাই প্রত্যাশা নির্মাতার।

শুটিংয়ে নির্মাতার সঙ্গে শিল্পীরা ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাকটিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কে এম কনক।

‘রক্তজবা’য় একজন ছিনতাইকারীর চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজকে। যিনি ‘পরাণ’ কাঁপিয়ে এখন ভাসছেন ‘হাওয়ায়’। ‘পরাণ’ হিট হয়ে হল থেকে নামার আগেই ২৯ জুলাই পর্দায় উঠছে তার নতুন ছবি ‘হাওয়া’। তারপরই আসছে ‘রক্তজবা’। তার ভাষ্যে, ‘‘এত দ্রুত সবকিছু ঘটছে, আসলে কি বলবো এখন বুঝতে পারছি না। ‘পরাণ’ নিয়ে টানা ব্যস্ত। আসছে ‘হাওয়া’। সেটির ব্যস্ততাও শুরু হলো। এরমধ্যে খবর পেলাম ‘রক্তজবা’ও প্রস্তুত। আমার তো ঈদ শেষ হচ্ছে না। তবে ছবিটির মুক্তির তারিখ ফিক্স হলে এটা নিয়ে অনেক কিছু বলার আছে। কারণ, এটাও আমার অসম্ভব আদরের একটা ছবি।’’

এর বাইরে অন্য দুই চরিত্র জর্জ ও তিশা সম্পর্কে দর্শক এরইমধ্যে অবগত আছেন। যারা বহুবার মুগ্ধ করেছেন অভিনয়গুণে- টিভি ও প্রেক্ষাগৃহে। একটি দৃশ্যে রাজ, তিশা ও জর্জ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাজ’কীয় ছবির প্রথম ঝলক (ভিডিও)
রাজ’কীয় ছবির প্রথম ঝলক (ভিডিও)
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
‘ওমর’ চমক দর্শনা, কেমন জমবে রাজ-রসায়ন
‘ওমর’ চমক দর্শনা, কেমন জমবে রাজ-রসায়ন
আমি চ্যালেঞ্জটা নিয়েছি: প্রসঙ্গ ‘কাজলরেখা’
আমি চ্যালেঞ্জটা নিয়েছি: প্রসঙ্গ ‘কাজলরেখা’
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!