X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হিন্দি ভাষা নিয়ে করণ-কঙ্গনার উত্তাপ

বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২২, ১৬:০০আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:০০

বলিউডে ‘কে’ মানেই নাকি ধfমাকা। কাপুররা তো আছেনই, অন্যদিকে কম যান না কঙ্গনা, করণরাও।

প্রায় প্রতিদিন সংবাদে আছেন তারা। এর আগেও তরজা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রনৌত ও প্রযোজক-পরিচালক করণ জোহরের মধ্যে। প্রায় প্রকাশ্যই কঙ্গনা তাকে ‘স্বজনপোষণের ধ্বজা’ বলেন। এবার হিন্দি ভাষা বিদ্বেষ নিয়ে এই প্রযোজককে আবারও ধরলেন। 

সম্প্রতি বিতর্ক উঠেছে করণ জোহরের আত্মজীবনী ‌‘অ্যান আনস্যুটেবল বয়’র কিছু মন্তব্য নিয়ে। সেখানে করণ তার ছোটবেলার স্মৃতিচারণও করেছেন। তার একসময় মনে হয়েছিল, হিন্দিতে কথা বলা সাধারণ মানের ও খুব একটা সম্মানের ব্যাপার নয়। আদিত্য চোপড়া ও তার বন্ধুরা সব সময় হিন্দিতে কথা বলতেন। এটা করণ পছন্দ করতেন না। 

করণ তার আত্মজীবনীতে লিখেছেন, ‘খুব ছোটবেলায় আমার বন্ধু ছিলেন হৃতিক রোশন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, ফারহান আখতার, জোয়া আখতার। আমার মেয়ে বন্ধুদেরই বেশি পছন্দ ছিল। ছেলে বন্ধুরা খুব অভদ্র ছিল। ওদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতো না। বিশেষ করে আদিত্য চোপড়রা ও তার দলের সঙ্গে। ওরা সারাক্ষণ হিন্দিতে কথা বলতো, যেটা আমি পছন্দ করতাম না। আমি মাকে বলেছিলাম, ওদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না।’

আর এটা নিয়ে তোপ দাগিয়েছেন কঙ্গনা। বলেন, ‘আমার লড়াই কোনও ব্যক্তিবিশেষের সঙ্গে নয়, মানসিকতার সঙ্গে। আমার লড়াই ছোট শহরের হিন্দিভাষী মানুষের বিরুদ্ধে সংস্কারে ভোগা মানুষদের বিরুদ্ধে।’

হিন্দি নিয়ে করণের ছোটবেলার সেই বিদ্বেষের একটি সংবাদের স্কিনশট কঙ্গনা শেয়ার করেন করেন তার ইনস্টগ্রাম স্টোরিতে। সেখানেই এভাবে নিজের অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, ২০১৬-এ প্রকাশিত হয় করণ জোহরের আত্মজীবনী প্রকাশিত হয় ‘অ্যান আনস্যুটেবল বয়’। যা এখনও চর্চার অংশ হয়ে আছে বলিউডে।

সূত্র: নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া

/এম/
সম্পর্কিত
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
অস্থিরতা পেরিয়ে স্বস্তিতে কঙ্গনা
অস্থিরতা পেরিয়ে স্বস্তিতে কঙ্গনা
বিনোদন বিভাগের সর্বশেষ
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক