X
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
৮ আশ্বিন ১৪৩০

রবীন্দ্রপ্রয়াণ দিবসে ‘নিশীথে’ ও অন্যান্য

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৪:১০আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:০৭

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচারিত হবে শনিবার (৬ আগস্ট) রাত ৯টায়। নিমা রহমানের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দোয়েল তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী, মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন ও তমা। 

নাটকের গল্পে দেখা যাবে, জমিদার দক্ষিণাচরণ বাবু (ইন্তেখাব দিনার) রাত আড়াইটার সময় ডাক্তারের (আহসান হাবীব নাসিম) বাড়ি গিয়ে ব্যক্তিগত অনুতাপ থেকে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন। বলতে থাকেন অতীত জীবনের কথা। একপর্যায়ে তিনি প্রথম পক্ষের দাম্পত্য জীবনের কথা বলতে থাকেন। তার প্রথম পক্ষের স্ত্রী করুণা (দোয়েল) ছিলেন খুবই কর্তব্যপরায়ণ। জমিদার বাবুর অসুখ হলে তার স্ত্রী করুণা রাত-দিন সেবা যত্ন করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। এর ভেতর দৃশ্যপটে আগমন ঘটে হারান (মনোজ সেনগুপ্ত) ডাক্তারের। হারান ডাক্তারের মেয়ে মনোরমার (তৃষ্ণা হাওলাদার) সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠতে থাকে জমিদারের।  

মনোরমা ঘটনাচক্রে আসে করুণাকে দেখতে। সেই রাতেই মালিশের ওষুধ খেয়ে ইহলোক ত্যাগ করেন করুণা। প্রথমে ভেঙে পড়লেও জমিদার দক্ষিণাচরণ একসময় মুক্তবোধ করতে থাকেন। মনোরমার সঙ্গে জমিদারের বিয়ে হয়, কিন্তু এরপরই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। 

জয়ন্ত ও ত্রপা এছাড়াও কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান প্রচার হবে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচার হবে সকাল ১১টায় এবং বিকাল ৬টা ২০ মিনিটে। বিটিভির পরিবেশনায় বিশেষ নাটক ‘রক্তকরবী’ প্রচার হবে সকাল ১১টা ৩০ মিনিটে। আলেখ্যানুষ্ঠান প্রচার হবে রাত ১০টা ২৫ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন ত্রপা মজুমদার, কবিতা পড়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গান গেয়েছেন বুলবুল ইসলাম, লাইসা ইসলাম, তুহিন ইসলাম প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নেত্রকোণার নন্দিতদের নিয়ে ‘ইত্যাদি’
নেত্রকোণার নন্দিতদের নিয়ে ‘ইত্যাদি’
বিএফডিসিকে জমি হস্তান্তর করলো বিটিভি
বিএফডিসিকে জমি হস্তান্তর করলো বিটিভি
নতুন ও যোগ্য শিল্পী নিচ্ছে বিটিভি
নতুন ও যোগ্য শিল্পী নিচ্ছে বিটিভি
শোক দিবসে বিটিভির দিনব্যাপী আয়োজন
শোক দিবসে বিটিভির দিনব্যাপী আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
আজ পরিণীতির গায়ে হলুদ, কাল বিয়ে
আজ পরিণীতির গায়ে হলুদ, কাল বিয়ে
তুরস্কের তুবার উদ্যোগে ঢাকায় চিত্রকর্ম প্রদর্শনী
তুরস্কের তুবার উদ্যোগে ঢাকায় চিত্রকর্ম প্রদর্শনী
প্রেগনেন্সি প্রসঙ্গে খোলাসা করলেন ঋতাভরী
প্রেগনেন্সি প্রসঙ্গে খোলাসা করলেন ঋতাভরী
সিনেমা দেখে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার!
সিনেমা দেখে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার!
নতুন প্রেমে ডিক্যাপ্রিও, মন দিয়েছেন ২৩ বছরের ছোট মডেলকে!
নতুন প্রেমে ডিক্যাপ্রিও, মন দিয়েছেন ২৩ বছরের ছোট মডেলকে!