X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অ্যালবামের সুখবর দিলেন বেজবাবা সুমন

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১২:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৩:৪৮

ক্যানসার ও অস্ত্রোপচারের সঙ্গে লড়াই করে গত বছরের সেপ্টেম্বরে গানে ফেরেন অর্থহীনের কাণ্ডারি ও গায়ক সাইদুস সুমন। প্রকাশ করেন ‘বয়স হলো আমার’ নামের গান। ‘বেজবাবা’-খ্যাত এ গিটারিস্ট তখনই জানিয়েছিলেন অনেক প্রজেক্টে কাজ করছেন তিনি। এবার ভক্তদের নিশ্চিত করলেন, আসছে তাদের অষ্টম অ্যালবাম। যার কাজ একেবারে শেষ পর্যায়ে।

রবিবার (১৪ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সুমন জানান, চলতি বছরই আসবে তাদের অ্যালবামটি।

তিনি লেখেন, ‘‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন! কোনও একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপারটা হলো, একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ, কাজটা আমার কাছে অনেক ‘স্পেশাল’ বলা যেতে পারে। কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’’

তিনি আরও যোগ করে লেখেন, ‘আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকবো ১০-১৫ দিনের জন্য বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করতে। গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়বো। সেটাই হবে।’

উল্লেখ্য, অর্থহীন ব্যান্ডের প্রধান সুমন প্রথমে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে পাকস্থলীর একাংশ কেটে ফেলাসহ ১৫ বারেরও বেশি অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ২০১৭ সালে ব্যাংককে সার্জারির পর হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িচাপায় মারাত্মকভাবে আহত হন তিনি। সুমনের শরীরে তখন ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কড ভেঙে যায়। তখন তার মেরুদণ্ডের দুটি ডিস্কও পরিবর্তন করা হয়েছিল। এরপর তিনি জার্মানিতে এর চিকিৎসা করান। 

বয়স হলো আমার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘ম্যাভরিক’-এর শুভেচ্ছাদূত হলেন বেজবাবা সুমন
‘ম্যাভরিক’-এর শুভেচ্ছাদূত হলেন বেজবাবা সুমন
গানের চেয়েও বেশি কিছু নিয়ে ফিরলো ‘অর্থহীন’ (ভিডিও)
গানের চেয়েও বেশি কিছু নিয়ে ফিরলো ‘অর্থহীন’ (ভিডিও)
বেজবাবার কাছে জেমস একজন ‘অসম্ভব’!
শুভ জন্মদিনবেজবাবার কাছে জেমস একজন ‘অসম্ভব’!
জেমসের হাত ধরে যেভাবে শুরু হয়েছিল সুমনের
শুভ জন্মদিন নগর বাউলজেমসের হাত ধরে যেভাবে শুরু হয়েছিল সুমনের
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না